বিয়ে ইসলামি শরিয়তের একটি অন্যতম বিষয়। বিয়ের সাথে জড়িয়ে আছে, মোহর, ওলিমা, পাত্র-পাত্রী দেখা, তালাকসহ নানা বিষয়। আর এসব বিষয়কে কেন্দ্র করে রয়েছে সমাজে নানা জটিলতা ও ভ্রান্ত রীতিনীতি। এ জটিলতা ও ভ্রান্তি নিরসনের জন্য শরিয়তের জ্ঞান আবশ্যক। শরিয়তের প্রত্যেকটি আহকাম সূক্ষ্মভাবে জানা আবশ্যক। এসব ভ্রান্ত রীতিনীতি থেকে মুসলিম নর-নারীকে বেরিয়ে আসতে হবে।
বিবাহের বিধান নামক এ বইয়ে সুস্পষ্টভাবে বিয়ের প্রত্যেকটি বিষয় নিয়ে গুরুত্বের সাথে আলোচনা করা হয়েছে। আশা করি, উম্মতে মুসলিমার প্রত্যেকটি নর-নারী এই বই থেকে উপকৃত হতে পারবেন, ইনশাআল্লাহ।