পাঠক সমাবেশ সৈয়দ মনজুরুল ইসলামের দুটি গল্পগ্রন্থ প্রকাশ করে ক’বছর আগে। এ গ্রন্থদুটির নতুন সংস্করণও পৌঁছে গেছে অনেক পাঠকের কাছে। এ দুটি গ্রন্থ থেকে কিছু গল্প বেছে নিয়ে নতুন একটি সংকলন প্রকাশের উদ্যোগ যখন পাঠক সমাবেশ নিল, গল্পকার তাতে শুধু সায় দিলেন তা নয়, সেগুলো কিছুটা সম্পাদনা এবং পরিমার্জনা করার উদ্যোগও নিলেন। সঙ্গে সম্প্রতি প্রকাশিত দুটি গল্পও জুড়ে দিলেন।
সৈয়দ মনজুরুল ইসলাম
সৈয়দ মনজুরুল ইসলাম একজন প্রখ্যাত লেখক, অধ্যাপক এবং কলামলেখক। তিনি ১৮ জানুয়ারি ১৯৫১ সালে সিলেটে জন্মগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে, ১৯৮১ সালে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে উইলিয়াম বাটলার ইয়েটস-এর কবিতা নিয়ে পিএইচডি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন এবং সাহিত্য ও শিল্পকলায় বিশেষ প্রাজ্ঞ ছিলেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে "স্বনির্বাচিত শ্রেষ্ঠ গল্প," "আধখানা মানুষ," এবং "নন্দনতত্ত্ব"। "প্রেম ও প্রার্থনার গল্প" বইটি ২০০৫ সালে প্রথম আলো বর্ষসেরা সৃজনশীল বই হিসেবে নির্বাচিত হয়। সাহিত্যে তাঁর সার্বিক অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৯৬) এবং একুশে পদক (২০১৮) লাভ করেন।