ভূমিকা ‘ভূত এফ এম’ শ্রোতাদের পাঠানো গল্পগুলো থেকে কিছু গল্প নিয়ে পাঠকদের জন্যে প্রকাশিত হলো এই বই। রক্ত হিম করা, গা ছমছম করা সত্যি ভূতের ভয়ের গল্পগুলো নিয়েই এবারের আয়োজন। শ্রোতাদের কাছ থেকে পাওয়া ভয়ংকর কিছু ভয়ের অভিজ্ঞতাগুলোকে ঠাই দেওয়া হয়েছে বইয়ের পাতায়। ইট, পাঠ, পাথরের জীবনে বৈচিত্র্য নিয়ে আসতে বিশেষ ভূমিকা রাখবে এ বইয়ের গল্পগুলো তাতে সন্দেহ নেই কোন। প্রতিবছরই শ্রোতাদের পাঠানো দারুণ সব গল্প নিয়ে বই প্রকাশের আমাদের এই উদ্যোগটি অব্যাহত থাকবে। ধন্য সেই সকল শ্রোতাদের যারা সবসময়ের জন্যে ‘রেডিও ফূর্তির পাশে ছিলেন। সামনের পথ চলার সময়গুলোতেও তাদের আমরা পাশে পাবো বলে আশা করি। ভাষার মাসে সবাইকে ফূর্তির পক্ষ থেকে শুভেচ্ছা । দেখা হবে বইয়ের ভীড়ে, বইয়ের মেলায়...।