সুগন্ধীর মধ্যরাতের খরস্রোতে ভেসে চলেছে পীরবংশের শেষ চেরাগ হেনাÑতার বিধ্বস্ত কুমারীত্ব নিয়ে। বৈঠা-হাতে সাথী হয়ে চলেছে চাষীঘরের ছেলে শামীÑ বুকে অজানা ভবিষ্যতের শংকা নিয়ে। অচলায়ত ও অবহেলিত গ্রাম-জীবনের পটভূমিকায় ওদের বিপর্যস্ত জীবন ও নবীন প্রেম পরম যতেœ ও সংযত ভাষায় বিধৃত হয়েছে ভাটির দেশে যাত্রা উপন্যাসটিতে। উপন্যাসের কুশীলব আমাদের চেনা, অতি পরিচিত। হয়তো তাদের নেপথ্যের মানস-পরিচয় অনেক সময় অবগুণ্ঠিত থাকে। আরও পরিষ্কার করে বলা যায়, আমাদের চেনা জগতের মাঝে অর্থাৎ আমাদের চারিত্রিক অবয়বের পিছনে আরেকটি অস্পষ্ট ছায়া আবর্তিত হতে থাকে, যাকে সহসা আবিষ্কার করা যায় না-সেই অজানা খবরটি লেখক আমাদের জানান।