বাঙালির স্বাধিকার সংগ্রাম ও স্বাধীনতা আন্দোলনের প্রাণবীজ ভাষা-আন্দোলনের সত্তর বছর অতিক্রান্ত হয়েছে। এ আন্দোলন নিয়ে অনেক গ্রন্থ রচিত হলেও এখনো এর নানাদিক আনালোচিত রয়ে গেছে। তাছাড়া, অধিকাংশ ক্ষেত্রে ভাষা-আন্দোলন বিষয়ক গ্রন্থপ্রণেতাগণ স্বীয় রাজনৈতিক আদর্শ ও দৃষ্টিভঙ্গির বাইরে যেতে পারেননি। তাঁরা নিজ সংগঠন ও আদর্শের নেতা-কর্মীদের অবদান যেমন বড়ো করে দেখিয়েছেন, তেমনি ভিন্ন আদর্শের নেতা-কর্মীদের অবদানকে করেছেন খাটো। উভয়ক্ষেত্রেই ঘটেছে ইতিহাস বিকৃতি। এর ফলে ভাষা-আন্দোলনে নেতৃত্বদানকারী সংগঠন, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, ভাষাশহিদ, ভাষাসংগ্রামী এবং আন্দোলনে বিরোধিতাকারীদের নিয়ে সৃষ্টি হয়েছে নানা বিতর্ক। অনেক ক্ষেত্রে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা এবং বিভ্রান্তি। এ গ্রন্থে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গবেষকের সত্যনিষ্ঠা দ্বারা এসব নিরসনের প্রয়াস চালানো হয়েছে এবং ভাষা-আন্দোলনের জানা-অজানা নানা বিষয় নবমূল্যায়ন করা হয়েছে। গ্রন্থটি ইতিহাসের বোদ্ধা পাঠক, অনুসন্ধানী গবেষকদের বিশেষ কাজে লাগবে বলে আমাদের বিশ্বাস।
এম আবদুল আলীম
Title :
ভাষা আন্দোলনের জানা-অজানা ইতিহাস (হার্ডকভার)