আমি আগেই ধরে নিয়েছিলাম
তুমি বদলে যাবে,
বুঝিনি তা এতো তাড়াতাড়ি !
চেয়ে থাকতাম যখন বিহ্বল হয়ে
কখনো বলোনি, চোখ ফেরাতে।
তোমার অবারিত সৌন্দর্যে মুগ্ধ হয়ে,
তোমার হরিণী চোখ নাক ছুঁয়ে,
সরু অঙ্গুলি স্পর্শ করলেও,
কখনো বলোনি সরাতে হাত, বরং আহ্লাদিত হতে।
মোঃ হানিফ মাহমুদ
Overall Ratings (0)