ছাত্র-ছাত্রী মাত্রই ভালো হতে চায়। ভালো হওয়ার উপায় জানতে চায়। কিন্তু এ সম্পর্কে কোন বই তারা হাতের কাছে পায় না। তাইতো তারা হয়ে থাকে বিপথগামী, তাদের পড়ালেখা হয়ে থাকে দিন দিন অধঃমুখী। আর এ অবস্থা থেকে তাদের উত্তরণ ঘটিয়ে তাদের যথার্থ গঠন এবং তাদের মাঝে আদর্শিক গুনাবলীর পরিস্ফুটন ঘটাতে এই বইটি গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।
জাবেদ মুহাম্মদ
Title :
ভালো ছাত্র-ছাত্রী গঠন হওয়ার উপায় (হার্ডকভার)