ভাল্লাগে না (হার্ডকভার) - আয়মান সাদিক | বইবাজার.কম

ভাল্লাগে না (হার্ডকভার)

বইবাজার মূল্য : ৳ ৩০০ (২৫% ছাড়ে)

মুদ্রিত মূল্য : ৳ ৪০০

প্রকাশনী : আদর্শ





WISHLIST


Related Bundles


Bundle Title Price
1
আয়মান সাদিক বান্ডেল

৳ ৬৫৩



Overall Ratings (5)

Al amin
08/04/2020

শত অজুহাতে জর্জরিত আমাদের জীবন। দিনশেষে আমাদের অজুহাতে আমরা নিজেরাই পরাহত। আপাতদৃষ্টিতে অজুহাত আমাদের পরাজয়ের গ্লানি থেকে রক্ষা করে ক্ষণিকের স্বস্তি এনে দিলেও শেষ পর্যন্ত এই অজুহাতের কবলে পরেই আমাদের জীবনের অনেক আশা আকাঙ্খা মারা যায়। আর এই শত অজুহাতের রাজা অজুহাত হলো “ভাল্লাগে না”, আর সেটা তাড়াবার জন্য বদ্ধপরিকর এই বইয়ের লেখক আয়মান সাদিক এবং অন্তিক মাহমুদ।  প্রতিদিন আমাদের পেয়ে বসা অজুহাতগুলোকে নির্মূল করতে অভূতপূর্ব কিছু আইডিয়ার সংকলন হলো এই আজব বইটি। বইটিতে কার্টুনকর্মের দায়িত্বে রয়েছে অন্তিক মাহমুদ আর লেখনীর নেতৃত্বে রয়েছে আয়মান সাদিক। আশা করি, জীবনের বহুপ্রান্তে অসংখ্য ভাল্লাগেনার মাঝে এই বইটি আপনাদের ভালো লেগে যাবে। 


Himaloy Himu
25/03/2019

আমাদের মধ্যে অনেকেই আছে যারা কোন কাজ করতে বসলে ভাল্লাগে না বলে উঠে চলে যায় এবং অলসতা করে সে কাজটি করে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে ভাল্লাগে না ! ভাল্লাগে না ! ভাল্লাগে না ! বলে অনেক কাজ কেই ফেলে চলে আসে এরপর তার অলসতার জন্য সে ব্যর্থ হয় এবং ব্যর্থতার কারণে সে হতাশ হয়ে পড়ে। আমাদের জীবনে এই চক্রটি নিয়মত ঘটে থাকে। কেন এমন হয় ? কেন আমার সফল হতে গিয়ে হাল ছেড়ে দেই? আমাদের জীবনের এই হতাশা এবং ব্যর্থতার জন্য দায়ী কিছু অনুভূতি, যে অনুভূতি গুলো আমাদের জন্য ক্ষতিকর। আয়মান সাদিক এবং অন্তিক মাহমুদ ভাইয়ের এক অসাধারণ বই #ভাল্লাগে_না আমাদের কে ওই সকল অনুভূতি থেকে মুক্তি দিবে যে সকল অনুভূতি আমাদের ব্যর্থতার ও হতাশার কারন। প্রথমেই বই এর বাহ্যিক কিছু বিষয়ে আলোচনা করি । বইটির প্রচ্ছদ এক দেখাতেই ভালো লেগে যায়। বইটির ভিতর অনেক গুলো অনুভূতি নিয়ে কমিক রয়েছে যা তোমাকে একঘেয়ে লাগতে দিবে না। বইটিতে ২০ টি অনুভূতির উপর আলোচনা করা হয়েছে। এই অনুভূতি গুলোর মধ্যে রয়েছে ভাল্লাগে না, কালকে কর্‌ কি করলাম জীবনে ,পারবো না সহ আরো ইত্যাদি অনুভূতি যেগুলো আমাদের প্রত্যেক দিন কার জীবনে আমরা বলে থাকি এবং ঐ সকল অনুভূতি এই বইতে কিভাবে দূর করা যায় এবং এগুলোকে পিছে ফেলে আমরা সফলতার দিকে এগিয়ে যেতে পারি এই সব বিষয়ে আলোচনা করা হয়েছে। বইটির বিষয় গুলো এমন ভাবে সাজানো হয়েছে যখন তুমি বাস্তব জীবনে এই অনুভূতি অনুভব করবে এবং বলবে তখনই এই বইয়ের কথা তোমার মনে পড়বে এবং তুমি এই অনুভূতি গুলো নিয়ে আরো সতর্ক হবে। বইয়ে তুমি পাবে অনেক অনুপ্রেরনা এবং নানা রকমের আইডিয়া যা কিনা তোমাকে নিয়ে যাবে সফলতার দিকে। তাই দেরি না করে, সকল অজুহাতকে লাথি মেরে উড়িয়ে দিয়ে কিনে ফেলো আয়মান ভাইয়ের #ভাল্লাগে_না বই #বইবাজার_রিভিউ_প্রতিযোগিতা_মার্চ_২০১৯


Md Reajul Islam
21/03/2019

#বইবাজার_রিভিউ_প্রতিযোগিতা_মার্চ_২০১৯ বই:ভাল্লাগে না লেখক:আয়মান সাদিক|অন্তিক মাহমুদ "ভাল্লাগে না" এই বাক্যাংশ টা আমাদের নিত্যণৈমিত্তিক মনের ভাব প্রকাশের একটা অংশ।আমাদের কোনো কিছু করতে ইচ্ছা না হলে বা মন খারাপ থাকলেই এই "ভাল্লাগে না"বাক্যাংশটি জুরে দিই।আর এই বইয়ে এসকল "ভাল্লাগে না"রোগের ঔষধ স্বরূপ কিছু আল্টিমেটাম, প্রয়োজন উপযোগী উক্তি ও মনোভাব দিয়ে "ভাল্লাগে না "কে ভাল্লাগের মাধ্যমে উপস্হাপন করা হয়েছে। বইটির প্রথমে ভুমিকা পড়েই বুঝে যাবে যে "ভাল্লাগে না"এটা আমাদের কত বড় একটা অসুখ।তারপর সূচিপত্র দেখে যে কেউই ভাববে এগুলা কেমন শিরোনাম।মজার কিছু শিরোনাম বললাম:কপালে নাই,তো কি হইসে,আমার কি দোষ,এই দেশের কিচ্চু হবে না,ফেইসবুকে আমি হিট,তুই আমাকে চিনস,টাকা ছাড়া সম্ভব না,মামা ছাড়া চাকরি নাই,ও তো মেধাবি,বন্ধুরা সব সাপ,আমি এমনিই।এসকল শিরোনাম দেখে যে কেউই আতকে উঠবে।এগুলো দেখে সবারই ইচ্ছা হবে ভিতরে কি লেখা একটু পড়েই দেখি।ভিতরে গিয়ে তো একটা পড়লে ইচ্ছা হবে অন্যটাও পড়ি।এক কথায় ভিতরের প্রত্যেক শিরোনামের লেখা অসাধারণ। "পারবো না"শিরোনামের লেখাটা যে কেউ পড়ে "পারবো না"এটা বলার সাহস থাকবে না বললেই চলে।এটি মূলত আত্মশক্তি অর্জনের সোপান স্বরূপ।এখানে বলা হয়েছে একজন ব্যক্তিত্বকে নিয়ে, যিনি জন্মগ্রহন করেছিলেন হাত পা ছাড়াই।যার নাম নিক।তার জীবনের চড়াই উতরাই পেরিয়ে কিভাবে আজকে সাফাল্য অর্জন করেছে সে সকল বিষায়াদিই এই শিরোনামে লেখা হয়েছে।এই শিরোনামের লেখাটা পড়লে যে কেউ পারবো না এই কথাটা বলতে একটু হলেও দ্বিধায় পড়বে এটা আমার দৃঢ় বিশ্বাস। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যতিত এক মুহূর্ত কল্পনাও করতে পারি না।এগুলোর সব থেকে বেশি ব্যবহৃত হয়"ফেইসবুক"।আর এই ফেইসবুক সম্পর্কে "ফেইসবুকে আমি হিট"এই শিরোনামের লেখাটার মধ্যে আমরা কিভাবে ফেইসবুক ব্যবহার করবো।কি কি সচেতনতা অভলম্বন করতে হবে।এসকল বিষায়াদি নিয়ে মোট ১০ টা পয়েন্টে সবকিছু আলোচনা করা হয়েছে।আর কিভাবে ফেইসবুকের মাধ্যমেও নিজেকে পরিবর্তণ করা যায়।সে সকল বিষায়াদি নিয়েও ৯ টি পয়েন্টে আলোচনা করা হয়েছে। বর্তমান সময়ের চাকরি পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। সবাই বলে এখনকার সময়ে ভালো ফলাফল দিয়ে চাকরি পাওয়া প্রায় অসম্ভব।এখনকার সময়ে চাকরি পেতে হলে হয়তো মামার জোর না হয় টাকার জোড় লাগে।কিন্তু কিভাবে ভালো ফলাফল ও নিজেকে ভালো উপস্হাপনের মাধ্যমে একটা ভালো চাকরি পাওয়া যায় সেসব বিষয় নিয়ে দুইটি শিরোনামের বিষয়ে লেখা হয়েছে।"টাকা ছাড়া সম্ভব না","মামা ছাড়া চাকরি নেই"এই শিরোনাম দুইটিতে এসকল বিষায়াদি নিয়েই লেখা হয়েছে। আমরা কোনো কিছু করতে গেলে কিছুক্ষণ পর বা কাজ শুরুর পূর্বেই বলি "মন বসে না কাজে"এখন করবো না।এসকল বিষায়াদি নিয়ে এই বইয়ের "মন বসে না কাজে "এখানে লেখা হয়েছে।এখানে বলা হয়েছে কিভাবে আমরা একটা কাজকে সহজ ভাবে করতে পারি।আর এ কাজগুলো করার জন্য স্মার্ট আল্টিমেটাম দেওয়া হয়েছে। সব থেকে বড় ব্যাপার হলো কারো যদি বইটা পড়তে ভালো না লাগে তা হলে অন্তিক মাহমুদের অঙ্কনকৃত কার্টুন এবং চমৎকার লেখনি দেখে আবার পূনরায় পড়ার ইচ্ছা হবে। "পরিশ্রম করো নীরবে,সফলতা ভাঙ্গবে নীরবতা।" পরিশেষে বইটির সকল শিরোনামের লেখা এক কথায় অসাধারণ। কেউ বইটি না পরলে বুঝবেই না আসলে বইটি কি।আমাদের বর্তমান সময়ের প্রতেক শিক্ষার্থীকেই এই বইটি একবার হলেও পড়ে দেখা উচিৎ। এই বইটির মাধ্যমে কিভাবে ছাত্রজীবনে উন্নতি এবং সাফাল্য অর্জন করা যায় সে সব বিষয়ই এই বইটির প্রধান অলংকার স্বরূপ।আর এ বইটির মাধ্যমে প্রত্যেকেই আত্মশক্তি অর্জন করতে পারবে।তাই সকলেরই উচিত বইটি পড়ে দেখা।


Md. Al Faruk
21/03/2019

অনেক সুন্দর একটি বই। মুলত ছাত্র এবং ছাত্রীদের জন্য তাদের যে একটি মানসিকতা এবং তার সমধান নিয়ে লেখা 😍


YEASIR ARAFAT PEAM
18/03/2019

"ভাল্লাগে না" ভাল্লাগে না কথাটি আমাদের প্রতিদিনের জীবনের একটা প্রিয় কথা যেন!! "কিছু করে ভাল্লাগে না"!" কিছু পড়তে ভাল্লাগে না"!"নিজের উন্নতি হবে জেনেও ভাল্লাগে না বলে চুপ করে থাকাটাই যেন এখন একটা প্রথা হয়ে গেছে আমাদের মাঝে। আর আমাদের এই প্রথা থেকে বের হবার মহাঔষধ এই হচ্ছে এই "ভাল্লাগে না " বইটি❤এই বইটি পড়ে আমাদের এই তথাকথিত ভাল্লাগে না রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।আয়মান ভাইয়ের বাস্তব জীবনের কিছু উদাহরণ ও উক্তির মাধ্যমে বইটি পেয়েছে প্রানবন্ততা আর অন্তিক ভাইয়ার কার্টুন এর মাধ্যমে বইটি পেয়েছে উচ্ছ্বলতা।বইটিতে হতাশ না হবার জন্য, জীবনে চেস্টা চালিয়ে যাবার জন্য একটা কথা বলা হয়েছে.."মৃত মানুষ হতাশ হয় না,মৃত মানুষ কষ্ট পায় না" আর এই উক্তিটির মাধ্যমে আমি বাস্তব জীবনে ও কোনো কিছুর প্রতি লাগামহীন ভাবে লেগে থাকার অনুপ্রেরণা পাই।এছাড়া জীবনের গন্ডিকে প্রসারিত করলে আমাদের খারাপ দিক গুলো প্রভাবহীন হয়ে পড়ার গল্প টাও সুন্দর।স্বপ্ন, লক্ষ্য,পরিকল্পনার যে ব্যাখ্যা দেয়া হয়েছে তা আমাদের "আজ ভাল্লাগে না,কাল করবো, এই রোগ গুলো থেকে মুক্তি দেয়।শেষ করবো এই বইয়ের আমার একটা পছন্দের উক্তি দিয়ে " পরিশ্রম করো নীরবে,সফলতা ভাঙ্গবে নীরবতা " পুরো বইটি আমার কাছে একটা এলোমেলো লাইফ কে গোছানোর পথদ্রষ্টা মনে হয়েছে।প্রথমে আপনি এর নাম "ভাল্লাগে না" দেখে অবাক হলেও বই পড়ে ভাল লাগবেই❤।ভুল ত্রুটি মার্জনীয়। #বইবাজার_রিভিউ_প্রতিযোগিতা_মার্চ_২০১৯।


PAYMENT OPTIONS

Copyrights © 2018-2024 BoiBazar.com