কাহিনী সংক্ষেপ: অদিতির বাবা খুন হন। প্রাথমিক তদন্ত্মে বেরিয়ে আসে অদিতির বন্ধু সাগরের নাম। কিন্তু আদৌ কি সাগর অদিতির বাবার খুনি? তাহলে প্রকৃত খুনি কে? খুনের সঙ্গে সম্পৃক্ততার আভাস পেয়ে পুলিশ গ্রেপ্তার করে জালালকে। কে এই জালাল? কেন সে অদিতিদের বাসায় যাতায়াত করত? একদিন জালাল প্রকাশ করে প্রকৃত খুনির পরিচয়। মাথায় আকাশ ভেঙে পড়ে অদিতির। তার ভালোবাসার পৃথিবী তছনছ হয়ে যায়। কোনো এক মধ্যরাতে ধর্ষণের শিকার হয় অদিতি। এরপর কেটে যায় বহুদিন, বহু মাস। অদিতি ঘর বাঁধার স্বপ্ন দেখে। কিন্তু বিয়ের ঠিক আগ মুহূর্তে সে জানতে পারে....
ইকবাল খন্দকার
ইকবাল খন্দকার স্থায়ী ঠিকানা : গ্রাম-ভাবলা, উপজেলা-বেলাবাে, নরসিংদী। পিতা : মােঃ শামসুদ্দীন খন্দকার (মৃত)।। মাতা : আমিনা খাতুন। শিক্ষাগত যােগ্যতা : ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। অনার্স, মাস্টার্স। প্রকাশিত বই : ৫৩টি। লেখকের উপস্থাপনায় প্রচারিত উল্লেখযােগ্য টিভি অনুষ্ঠান : বেআক্কেলের আডডা (একুশে টিভি), ! সফদার ডাক্তার (চ্যানেল নাইন), ক্যারিকেচার (একুশে টিভি), হাসতে নেই মানা (বিটিভি), খবরের খবর আছে (চ্যানেল নাইন), প্রকৃতি ও পরিবেশ (বিটিভি), অমর একুশে বইমেলা (মাই টিভি), শিল্প প্রাঙ্গণ (বিটিভি), খবরওয়ালাদের খবর (বিটিভি), বড় মিয়া ছােট মিয়া (বৈশাখী টিভি) ইত্যাদি।