"বেগানা" -বইয়ের ফ্ল্যাপের লেখা কথা জাতিগত বিদ্বেষ ও ধর্মীয় ভেদাভেদে আরাকান থেকে বিতাড়িত বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে আশ্ৰয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিয়ে এ উপন্যাস রচিত । গত শতকের শেষের দিকে রোহিঙ্গাদের একটি কাফেলা আরাকানের দুৰ্গম পাহাড়ি পথ আর নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে পালিয়ে আসে। তারা শুনেছিল, বাংলাদেশ চিরশান্তির দেশ। হিন্দু-মুসলমান মগ-রাখাইন বৌদ্ধ-খ্রিষ্টান সবাই একসঙ্গে বাস করে । কেউ কারো সঙ্গে ফ্যাসাদ করে না । শত শত নদ-নদীর দেশ। মাঝিমাল্লারা নৌকা বাইতে বাইতে গান গায়-জারি-সারি-ভাটিয়ালি গান। এক অনাবিল সুখকর ভবিষ্যতের স্বপ্ন বুকে নিয়ে তারা এ দেশে আসে। কিন্তু তাদের স্বপ্ন ভঙ্গ ভয়, সুখ-শান্তির নাগাল পায় না তারা। এখানে এসেও শিকার হয় বঞ্চনা, লাঞ্ছনা এবং জাতিগত বিদ্বেষের। এপারের সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে ঠেলে দেয় ওপারে, ওপারের সীমান্তরক্ষী বাহিনী ফের ঠেলে দেয় এপারে। চলে পুশইন-পুশব্যাক খেলা। দেশহীন, জীবনযন্ত্রণা, হাসি-কান্না, প্রেম-ভালোবাসা, স্বপ্ন ও স্বপ্নভঙ্গের শৈল্পিক বয়ান। এক দুৰ্দান্ত মানবিক, মৰ্মস্পৰ্শী কাহিনী।
স্বকৃত নোমান
স্বকৃত নােমান প্রতিশ্রুতিশীল ঔপন্যাসিক। জন্ম ১৯৮০ সালের ৮ নভেম্বর, ফেনীর পরশুরাম উপজেলার বিলােনিয়ায়। জ্ঞান অন্বেষণ ও শিল্পসৃষ্টিকে জীবনের প্রধান কাজ মনে করেন। স্বভাবে অন্তর্মুখী, আবেগপ্রবণ, যুক্তিবাদী ও বিজ্ঞানমনস্ক। রাজনটী উপন্যাসের জন্য এইচএসবিসি-কালি ও কলম কথাসাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। তার উপন্যাস বেগানা, হীরকডানা ও কালকেউটের সুখ পাঠকনন্দিত। বর্তমানে তিনি সাপ্তাহিক সংবাদ ম্যাগাজিন এই সময়-এর সহযােগী সম্পাদক হিসেবে ঢাকায় কর্মরত। স্ত্রী নাসরিন আক্তার নাজমা ও মেয়ে নিশাত আনজুম সাকিকে নিয়ে তার ব্যক্তিগত জীবন ।