আপনি কি আপনার জীবনের চল্লিশ পার করে ফেলেছেন? চল্লিশের পূর্বে যে কাজগুলো আপনার করার কথা সেগুলোর ক’টা সম্পূর্ণ করেছেন? নিজেকে প্রশ্ন করুনÑশিক্ষা, বিয়ে, কর্মজীবন, সামাজিক দায়িত্ববোধ... এসব! চল্লিশ এমন একটি বয়স যে বয়সে আপনি আপনার গন্তব্যের মাঝপথে দাঁড়িয়ে আছেন। অর্থাৎ চল্লিশ হলো জীবনের মাঝামাঝি সময়। নিশ্চয়ই এর মধ্যে নিজেকে অনেকটাই গুছিয়ে ফেলেছেন। নিজের মূল্যবোধ সম্পর্কে, নিজের অবস্থান, পদ-মর্যাদা, অর্থ-সম্পদ অর্জন, বংশ-বৃদ্ধি ইত্যাদি। এবার অবসর নেওয়ার পর কী করবেন ভেবে দেখুন? সময়ক্ষেপণ না করে দ্রুত সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, জীবন যেহেতু আপনার সুতরাং আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। তবে অবশ্যই সেটা যেন চল্লিশের মধ্যে হয়।