ফল্গুধারা
দলাদলি আর বিভেদ কেন হয়
স্বার্থসিদ্ধি এবং লোভের জন্য বুঝি
বিশ্বজুড়ে চলে হরেক বাজে খেলা
রক্তারক্তি ক্ষণে পালানো পথ খুঁজি।
নীলাকাশ রেগে মেঘের কাছে কয়
বৃষ্টিধারা দিয়ে মলিন ধূলি
নাও শুচিশুদ্ধ করো সাগর নদী তটে
দিগ্বিদিক ঘুরে জীবন যত পাও।
ড. আব্দুল মান্নান শিকদার
১৯৬৪ সালের ২৫ জুন পুণ্যভূমি বাগেরহাট জেলার রামপাল উপজেলায় শ্রীফলতলা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম আবুল হাসেম শিকদার এবং মাতা মরহুমা পায়রা বেগম। কবি আব্দুল মান্নান শিকদার ১৯৭৯ সালে এসএসসি পরীক্ষায় যশাের শিক্ষা বাের্ডে বাণিজ্য শাখায় মেধাতালিকায় চতুর্থ এবং ১৯৮১ সালে এইচএসসি পরীক্ষায় ঢাকা কলেজ থেকে ঢাকা বাের্ডে বাণিজ্য শাখায় চতুর্থ স্থান অধিকার করেন। ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিংয়ে স্নাতক এবং ১৯৮৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০৩ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি, ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রেস্টন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। উল্লেখ্য, আব্দুল মান্নান শিকদার পেশাগত জীবনে একজন সরকারি কর্মকর্তা। নিভৃতচারী, দেশভক্ত ও প্রকৃতিপ্রেমী কবির স্ত্রী নিগার সুলতানা, কন্যা মৌসুমী মান্নান এবং পুত্র আশিক মান্নান তাঁকে লেখালেখিতে প্রেরণা জোগান।