প্রিয় পাঠক! আমরা জানি,রাসূল (সাঃ)-ই সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। তাঁর মাধ্যমে খতম করে দেয়া হয়েছে নবুওয়াতের ধারা। কিন্তু খতম হয়নি মানব ও দানব শয়তানের আগমন। বন্ধ হয়নি উম্মতে মুহাম্মদীকে ধোঁকা দেয়ার জন্য বাতিল হকের, মন্দকে ভালোর, বেদআত ও কুসংস্কারকে সুন্নতের এবং অপসংস্কৃতিকে সংস্কৃতির পোশাক ও মুখোশ লাগানো। বইটির সংক্ষিপ্ত সূচীপত্র: ১/বেদআত প্রসঙ্গ(অর্থ,শরয়ী বিধান,বেদআতে হাসানা(?),বেদআত ক্ষতিকর হওয়ার কারণ,বেদআত বৈধ প্রমাণের উদ্দেশ্যে দেয়া দলীল ও তার জবাব,বেদআতসৃষ্টির কারণ,বেদআত চেনার নীতিমালা ইত্যাদি) ২/মীলাদ প্রসঙ্গ ৩/কিয়াম প্রসঙ্গ ৪/হাযির-নাযির প্রসঙ্গ ৫/ইলমে গাইব প্রসঙ্গ ৬/নূর বা বাশার প্রসঙ্গ ৭/গান-বাদ্য প্রসঙ্গ ৮/সামা প্রসঙ্গে ৯/খাওয়া-দাওয়া প্রসঙ্গ ১০/ওরস প্রসঙ্গ ১১/বিবিধ প্রসঙ্গ(মাযার,কবরে বাতি জালানো,জানাযার পর সম্মিলিত দুআ,মহররম ও প্রচলিত কুপ্রথাসমূহ,শবে মেরাজ ইত্যাদি) ১২/পরিশিষ্ট(ভালোবাসা দিবস,থার্টি ফার্স্ট নাইট,পহেলা বৈশাখ,এপ্রিল ফুলের রহস্য কী,জন্মদিবস,মৃত্যুদিবস,ম্যারেজ ডে ইত্যাদি)
মুফতী আব্দুল মালেক
Overall Ratings (0)