সাহিত্য, সংস্কৃতি, সমাজ, রাজনীতি যতীন সরকারের প্রবন্ধের মূল বিষয়বস্তু হলেও এই গ্রন্থের প্রবন্ধগুলোতে তিনি বিশ্লেষণী আলোতে বিচার করেছেন ভাষা, ধর্ম, ব্যক্তিত্ব এবং ইতিহাসের বহুমাত্রিকতা। বিষয় বৈচিত্র্য থাকলেও প্রবন্ধগুলোকে একসূত্র করেছে লেখকের দ্বান্দ্বিক বস্তুবাদী জীবনদর্শন। পাশাপাশি মিলবে লেখকের গভীর অন্তর্দৃষ্টির পরিচয়।