লিখাগুলো অল্প করে গল্প কিংবা গল্পের ছলে বলা। কথামালা। সহজ-সরল-সাবলীল। মারপ্যাঁচহীন। গল্পগুলো প্রেমের। ভালোবাসার। পাওয়া আবার না পাওয়ার। কখনো বেদনার। গল্পগুলো দ্রোহের। তারুণ্যের। ফেলে আসা ক্যাম্পাসের। আবার, এই অবেলায় হাতড়ে বেড়ানো সময়ের। গল্পগুলো অতীত খোঁজার। ফেলে আসা তোমার-আমার। না-বলা স্মৃতির পাহাড়। বুক পকেটে। খুব যতনে। আগলে রাখা বিষাদ আছে। মান অভিমান রম্য আছে। স্বপ্ন ভাঙা-গড়ার। বাদ বাকিটা পড়ার।
জয়নুল টিটো
Overall Ratings (0)