ফ্ল্যাপের কিছু কথাঃ শুধু ভারত বর্ষেই নয়,বিশ্ব জুড়েই সমাদৃত এবং অত্যুজ্জল এক সাহিত্যকীর্তি মহাভারত। অগনিত চরিত্র আর ঘটনার আড়ালে ভারতবর্ষের ইতিহাস-ঐতিহ্য, রাজনীতি-সংস্কৃতি, ধর্ম কিংবা অর্থনীতি ও তাঁর স্বাতন্ত্রের অভিজ্ঞানসূত্র গন্থিত রয়েছে এই গন্থে । তবে তা মোটাদাগে সরাসরি নয়, রহস্য আর ইঙ্গিতের বাতাবরণে। এই অনুপম কাব্যের যিনি স্রষ্টা তিনি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। তাঁর জীবন সম্পর্কে খুব একটা জানা যায়নি। মহামহিম এই মানুষটির জগতবাসও তাই রহস্যে ঘেরা। ব্যাসের ব্যক্তি জীবন নিয়ে উল্লেখ্যযোগ্য সাহিত্যকীর্তির কোনো খোঁজ অনেকেরও মতো আমাদের জানা নেই।কিন্তু এই অজানার মধ্যেই শাহযাদ ফিরদাউস সেই অতুর কবিকে নিয়ে সৃষ্টি করেন তাঁর উপন্যাস “ব্যাস।” নিঃসন্দেহে বাংলা সাহিত্যে এটি লেখকের এক অতুলনীয় সৃজন। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস সম্পর্কে কতিপয় সত্য জ্ঞানের সাথে কবিতুল্য কল্পনার ঘেরটোপে নির্মিত হয়েছে এই কাহিনী পূরাণ। অথচ ঘটনার পরম্পরা, ভাষা আর বাক্য গাঁথুনির শৈল্পিকচলনে কখনো একে রুপকথাজাত কথকতার সমাহার বলে মনে হয় না।