আমি ২০১৭ তে বেসিক আলীর দুটি পূর্ণাঙ্গ স্ক্রিপ্ট লিখেছিলাম। তার প্রথমটা ছিল ভৌতিক অভিযান আর দ্বিতীয়টা এই বই। হ্যাকারের খপ্পরে গ্রাফিক নভেলটির গল্পটা আবার আমি দুই ভাগে লিখেছিলাম। জংলীদের নিয়ে গল্পটার এক অংশ আমি আমার বন্ধু ইনাম আহমেদকে নিয়ে লিখেছিলাম; পরিকল্পনা ছিল জংলীদের নিয়ে বেসিক আলীর একটা লাইভ অ্যাকশন পর্ব বানাব টিভি আর ইউটিউবের জন্য। পরে অবশ্য সেটাকে আরাে বর্ধিত করে এই গল্পের অংশ হিসেবে লিখেছি। জংলীদের গ্রামের কিছু উদ্ভট আইডিয়ার জন্য ইনামকে ধন্যবাদ। উদ্ভট জিনিস ছাড়া বেসিক আলী বানিয়ে লাভ নেই! গ্রাফিক নভেল আর কার্টুন স্ট্রিপের মাঝে বিস্তর তফাৎ আছে। গ্রাফিক নভেল বানাতে গেলে গল্পের পরিণতি লাগে। তাই সব চরিত্রের ওপর ফোকাস দেয়া সম্ভব না। আমি এই কথাটা বললাম এই কারণে যে অনেক বেসিক আলীর পকে ভাবতেই পারেন গ্রাফিক নভেলে অন্যান্য চরিত্রের ওপর ফোকাস কম কেন। ভবিষ্যতে আমি যদি বেসিক তর আরাে অভিযান তৈরি করি, আমি চেষ্টা করব অন্যান্য চরিত্রের ওপর ফোকাস বাড়াতে।
শাহরিয়ার খান
শাহরিয়ার খান, একজন বিশিষ্ট কার্টুনিস্ট এবং সাংবাদিক, জনপ্রিয় কার্টুন চরিত্র "বেসিক আলী"-এর স্রষ্টা। ২০০৬ সালে শুরু হওয়া এই কার্টুনটি প্রথম আলোর উপসম্পাদকীয় পাতায় নিয়মিত প্রকাশিত হয় এবং শুরু থেকেই পাঠকপ্রিয়তা অর্জন করে। ২০০৯ সালে পাঞ্জেরী প্রকাশনী থেকে "বেসিক আলী" কার্টুনের প্রথম সংকলন প্রকাশিত হয় এবং এরপর থেকে নিয়মিত সংকলন প্রকাশিত হচ্ছে। "বেসিক আলী" ছাড়াও শাহরিয়ার খান "বাবু", "ষড়যন্ত্র", "লাইলী", "কিউব", এবং "সোমো সিরিজ"সহ আরও অনেক বই রচনা করেছেন। বর্তমানে তিনি দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত আছেন।