বেসিক আলী কার্টুন ষ্ট্রিপের প্রথম আত্মপ্রকাশ ‘প্রথম আলো’র উপসম্পাদকীয় পাতায় নভেম্বর ২০০৬-এ। প্রতিদিনের এই ষ্ট্রিপ কার্টুনের মূল বিষয় হচ্ছে পরিবার, বন্ধুত্ব এবং অফিস ঘিরে মজার মজার ঘটনা। বেসিক আলী হচ্ছে বিশিষ্ট ঋণখেলাপী ব্যবসায়ী তালিব আলী ও তাঁর স্ত্রী মলি আলীর বড় ছেলে। বেসিকের ছোট বোন নেচার আলী মেডিকেল কলেজের ছাত্রী এবং ছোট ভাই ম্যাজিক স্কুলের ছাত্র। বেসিকের ঘনিষ্ঠ বন্ধু আত্মভোলা হিল্লোল এরং বেসিকের হৃদকম্প হচ্ছে অফিস কলিগ রিয়া হক। এই বইটাতে বেসিক আলীর এক বছরের প্রকাশনার সংকলন করা হয়েছে।
শাহরিয়ার খান
শাহরিয়ার খান, একজন বিশিষ্ট কার্টুনিস্ট এবং সাংবাদিক, জনপ্রিয় কার্টুন চরিত্র "বেসিক আলী"-এর স্রষ্টা। ২০০৬ সালে শুরু হওয়া এই কার্টুনটি প্রথম আলোর উপসম্পাদকীয় পাতায় নিয়মিত প্রকাশিত হয় এবং শুরু থেকেই পাঠকপ্রিয়তা অর্জন করে। ২০০৯ সালে পাঞ্জেরী প্রকাশনী থেকে "বেসিক আলী" কার্টুনের প্রথম সংকলন প্রকাশিত হয় এবং এরপর থেকে নিয়মিত সংকলন প্রকাশিত হচ্ছে। "বেসিক আলী" ছাড়াও শাহরিয়ার খান "বাবু", "ষড়যন্ত্র", "লাইলী", "কিউব", এবং "সোমো সিরিজ"সহ আরও অনেক বই রচনা করেছেন। বর্তমানে তিনি দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত আছেন।