আমাদের জাতিসত্তার প্রধান অনুপ্রেরক, স্বাধীনতাযুদ্ধে আত্মত্মবিসর্জনকারী, আমাদের গৌরব, মহানায়ক শহীদ সৈয়দ নেসার আলী তিতুমীর।
ব্রিটিশ বেনিয়ার জুলুম-নিপীড়নের বিরুদ্ধে বুক টান করে দাঁড়ানো মহাবীর, সহযোদ্ধাদের নিয়ে বাঁশের কেল্লায় সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা শহীদ তিতুমীরকে কালস্রোত কি আমরা হারিয়ে ফেলেছি? আজকের নতুন প্রজন্ম কি তাকে চেনে? চিনলেও কতটা চেনে?
আজ ও আগামী দিনের কিশোরদের কাছে তাকে নতুনভাবে তুলে ধরতে এবারের বিনীত আয়োজন “বাশের কেল্লায় তিতুমীর'। আমরা বিশ্বাস করি, গল্পের ঢঙে লেখা এ বই আমাদের স্বপ্ন-কিশারদের চলার পথ বদলে দেবে; তাদের সামনে তৈরি হবে স্বাধীনতা ও দেশাত্মবোধের উজ্জ্বল সরণি। তাদের কোমল হৃদয়র সংগ্রামের প্রতীক হয়ে দাড়াবে সাহসী-অকুতভয়, নির্ভিক মুজাহিদ তিতুমীর