গতানুগতিক গবেষণার বাইরে ঐতিহ্য গবেষক সমর পাল বাংলাদেশের ইতিহাস, প্র্তততত্ত্ব, নৃতত্ত্ব, সমাজতত্ত্ব তথা সার্বিক সাংস্কৃতিক পরিচিতি উদ্ধারে এক অবিস্মরণীয় নাম। নিভৃতচারী এই লেখক বর্তমান গ্রন্থে তুলে ধরেছেন বরেন্দ্র অঞ্চলের অতীত বিষয়। প্রাচীন বরেন্দ্রভূমির ভৌগোলিক অবস্থান, শিলালিপি, তাম্রলিপির নবপাঠ, ব্যাখ্যা বিশ্লেষণ, সাহিত্য-সংস্কৃতি ও ঐতিহ্যের নানা দিগন্ত উন্মোচিত হয়েছে এ গ্রন্থে। পাঠক, সমালোচক, সাহিত্যিক, প্রত্তাতত্ত্বিক, ইতিহাস-গবেষক ও শিক্ষার্থীদের জন্য এই সংক্ষিপ্ত ইতিহাস এক অনন্যসাধারণ দলিল।