ফ্ল্যাপের কিছু কথাঃ গুরু কেন্দ্রিক সাধন ভজনের ধারা চর্যাপদপূর্বকাল হতেই বাংলার অন্ত্যজ শ্রেণীর মধ্যে প্রচলিত ছিল। তা বাংলার আবহাওয়ায় লালিত, পালিত ও বর্ধিত হয়। পরবর্তী কালে এই ধারায় যুক্ত হয় বৈষ্ণব ও পারস্যের সূফির প্রেমধর্ম। ফলে বাংলা অধ্যাত্ন সাধনায় বিভিন্ন ধর্মের প্রভাব পড়ে। বাউলরা বৌদ্ধ হিন্দু নাথ বৈষ্ণব ও মুসলমান ধর্মের বিভিন্ন মূল্যবোধ, আচার পদ্ধতি তাদের জীবনে ও সাধন পদ্ধতিতে ব্যবহার করেছে। এসব সাধন পদ্ধতি একান্তই গুহ্য। যা গুরু পরম্পরায় দীর্ঘকাল সমাজে প্রচলিত আছে। বাউলরা তাদের গানে সেসব কথা বলেছে।
‘বাউল-লালন পরিভাষা’ নামক এই গ্রন্থে বাউল সাধনা ও তাদের গানের ব্যবহৃত ভাব, ইঙ্গিত ও বিষযবস্তু ব্যাখ্যা করা হয়েছে। গ্রন্থটি বাউল-ফকির-বৈষ্ণবদের সাথে দীর্ঘদিন সরেজমিনে ভাব বিনিময়ের ফসল। গ্রন্থটি বাউল-ফকির-বৈষ্ণবদের গানের মর্ম উপলব্ধির ক্ষেত্রে গবেষক ও অধ্যাত্ন প্রেমীদের প্রয়োজনীয় প্রত্যাশা পূরণ করবে বলে আশা করা যায়। এটি তথ্য ও তত্ত্ব বহুল গ্রন্থ।