লঙ্গিনাসের সাহিত্য তত্ত্ব বইয়ের ভূমিকা: প্রাচীন সাহিত্য সমালোচনার ক্ষেত্রে এরিস্টটলের পরই যাদের নাম করতে হয় তাদের মধ্যে লঙ্গিনাস অন্যতম। অনেকে লঙ্গিনাসের রচনাশৈলীকে এরিস্টটলের রচনাশৈলীর চেয়ে উন্নততর মনে করেন। লঙ্গিনাসের ক্ষেত্রে সবচেয়ে বড়ো বাধা তার পাণ্ডুলিপির দুষ্প্রপ্যতা। যা পাওয়া গেছে তাও খণ্ডিত। তবুও সাহিত্য বিচার এবং সমালোচনার ক্ষেত্রে লঙ্গিনাসের ভূমিকা অনস্বীকার্য। ফলে আমাদের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাহিত্যের ছাত্রদের লঙ্গিনাস পাঠ প্রায় বাধ্যতামূলক অথচ এর কোনো অনুবাদ বা আলোচনা সহজলভ্য নয়। এই বইটি সেই অভাব পূরণ করবে। বইটি পাঠকদের বিশেষ করে সাহিত্যের ছাত্রদের উৎসাহিত করবে বলে আশা রাখছি।