This volume contains a number of studies considered essential for a course on technological capability building in developing countries. It is an outcome of a Technology Link Programme between the University of Strathclyde and the Royal Nepal Academy of Science and Technology. The book aims to help the reader gain a good understanding of the relevant historical developments and also the various static and dynamic issues involved. The focus of the volume is on analysing the process of helping effective transfer of technology to developing countries. The dime areas emphasised are: first, exploration of the origin and the development of the concept, examining the relevant evaluation criteria and the problems of transferring advanced technologies; second, case studies from Bangladesh, India and Nepal are incorporated to help to analyse the state of technology policy in some of the low-income developing countries. Finally, it examines industry case studies in particular the transfer of technology to Nepal in turbine manufacturing (for micro-hydro plants) and to Bangladesh in fertiliser manufacturing (using natural gas). The book should be very helpful for graduate students undertaking courses on Technology Transfer to developing countries. The contributors include academics and policy makers from a multi-disciplinary background, who have remained active researchers.
সুব্রত বড়ুয়া
সুব্রত বড়ুয়ার জন্ম বিগত শতকের চল্লিশের দশকের মাঝামাঝি সময়ে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত ছিলােনীয়া গ্রামে এক মধ্যবিত্ত বৌদ্ধ পরিবারে। তার পিতার নাম অন্নদাচরণ বড়ুয়া ও মায়ের নাম সরােজিনী বড়ুয়া। নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষাজীবনের সূচনা; পরে চট্টগ্রাম শহরে এসে মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল থেকে ১৯৬১ সালে ম্যাট্রিক পাশ করেন। উচ্চমাধ্যমিক এবং স্নাতক (সম্মান) পর্যায়ে পড়াশুনা করেন চট্টগ্রাম সরকারি কলেজে। ১৯৬৬ সালে পদার্থবিজ্ঞানে অনার্সসহ বিএসসি এবং ১৯৬৭ সালে এমএসসি ডিগ্রি লাভ করেন। চট্টগ্রাম কলেজে পড়ার সময়ই সাহিত্যের প্রতি তাঁর বিশেষ আগ্রহ জন্মে। সে সময় দেশের বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর কবিতা, গল্প ও প্রবন্ধ প্রকাশিত হয়। কর্মজীবন শুরু করেন চট্টগ্রাম শহরস্থ সেন্ট প্লাসিডস হাই স্কুলে বিজ্ঞান ও গণিতের শিক্ষক হিসেবে ১৯৬৯ সালে। সে বছরই ডিসেম্বর মাসে যােগ দেন রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজে পদার্থবিজ্ঞান বিভাগে। এক বছর পর ১৯৭০ সালের ডিসেম্বর মাসে যােগ দেন ঢাকাস্থ বাংলা একাডেমিতে। দীর্ঘ ৩২ বছর বাংলা একাডেমিতে চাকরি করার পর ২০০২ সালের ডিসেম্বর মাসে তিনি একাডেমির পরিচালক পদ থেকে অবসর গ্রহণ করেন।