মানুষের ইতিহাসে এমন বহু এবং শতশত দেশ দেখা যায় যা দাসত্ব, ভূমি দাসত্ব ও পুঁজিতন্ত্রের মধ্যদিয়ে গেছে এবং এখনো যাচ্ছে। এই সব দেশের প্রত্যেকটিতেই বিরাট ঐতিহাসিক পরিবর্তন সত্ত্বেও মানব জাতির এই বিকাশের সঙ্গে জড়িত, দাসত্ব থেকে ভূমি দাসত্বের মধ্যদিয়ে পুঁজিতন্ত্রের বিরুদ্ধে আজকের দুনিয়া জোড়া সংগ্রামে উৎক্রমণের সঙ্গে জড়িত সব রাজনৈতিক ভাগ্যচক্র ও বিপ্লব সত্ত্বেও সব সময়েই চোখে পড়বে রাষ্ট্রের উৎপত্তি। বরাবরই রাষ্ট্র ছিল কেবলমাত্র বা প্রায় কেবলমাত্র বা প্রধানত শাসন কার্যে নিযুক্ত একদল লোক নিয়ে গঠিত, সমাজ থেকে বিচ্ছিন্ন একটি যন্ত্র। এই যে যন্ত্র এর প্রকাশ বল প্রয়োগে শোষণ করা, দাবিয়ে রাখা এবং শাসন করা। অর্থাৎ রাষ্ট্র হলো একটি শ্রেণির উপর অন্য একটি শ্রেণির আধিপত্য বজায় রাখার যন্ত্র। একটি শ্রেণির উৎপীড়নের যন্ত্র। অন্যান্য পরাধীন শ্রেণিকে একটি শ্রেণির অধীনে রাখার যন্ত্র।