বাংলায় ইসলাম প্রচার ও মুসলমানদের সংখ্যাধিক্য নিয়ে নানা মুনির নানা মত রয়েছে। কারো মতে, তলোয়ারের জোরে বা মুসলমান শাসকদের পৃষ্ঠপোষকতায় এ দেশে ইসলাম প্রচারিত হয়েছে। যুক্তি ও তথ্য যার যথার্থতা প্রমাণ করে না। আবার কেউ কেউ মনে করেন, বহিরাগত সুফি-দরবেশরাই এ দেশে ইসলাম ধর্মের প্রসারে প্রধান ভূমিকা রেখেছেন। এই ধারণাটিও কি শতভাগ সঠিক? কারো কারো মতে, এ দেশের মুসলমানদের বড় অংশটাই নিম্নবর্ণের হিন্দুদের মধ্য থেকে ধর্মান্তর প্রক্রিয়ায় মুসলমান হয়েছে। এই ধারণার পক্ষে যেমন তেমনি বিপক্ষেও কিছু যুক্তি ও তথ্য রয়েছে। প্রচলিত এসব ধারণা এবং এ সম্পর্কে দেশি-বিদেশি পণ্ডিত ও গবেষকদের নানা মতামত বিশদভাবে তুলে ধরেছেন। পাশাপাশি এসব ধারণা ও মতকে যুক্তি ও তথ্যের আলোকে যাচাই করতে চেয়েছেন আকবর আলি খান। তাঁর অন্য সব রচনার মতো এ বইটিতেও লেখকের তীব্র অনুসন্ধিৎসা এবং পরিশ্রমী ও নিরাসক্ত গবেষণা-প্রবৃত্তির পরিচয় পাওয়া যায়। বইটি কেবল আগ্রহী পাঠকের কৌতূহলই মেটাবে না, আলোচ্য বিষয়ে অনেক সংশয় ও বিভ্রান্তি নিরসনেও সহায়ক হবে।
আকবর আলি খান
আকবর আলি খান জন্ম ১৯৪৪ সালে। ইতিহাসে অনার্স ও এমএ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ ও পিএইচডি। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন পাকিস্তানি জান্তা তাঁর অনুপস্থিতিতে তাঁকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। বাংলাদেশ। সরকারের অর্থসচিব, মন্ত্রিপরিষদ সচিব ও বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ছিলেন, উপদেষ্টা ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের। বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন । অর্থনীতি বিষয়ে তাঁর। দুটি পাঠকপ্রিয় গ্রন্থ পরার্থপরতার অর্থনীতি এবং আজব ও জবর-আজব অর্থনীতি। তাঁর Discovery of Bangladesh e Some Aspects of Peasant Behavior in Bengal বই দুটি দেশে-বিদেশে প্রশংসিত।
তাঁর আরও দুটি উল্লেখযােগ্য বই। Gresham's Law Syndrome and Beyond Friendly Fires, Humpty Dumpty Disorder and Other Essays জীবনানন্দ বিষয়ে লিখেছেন চাবিকাঠির খোঁজে। তার বাংলা রচনা সম্পর্কে কলকাতার দেশ পত্রিকার মন্তব্য, এই লেখক লিখতে জানেন।