বইটি একইসাথে দাওয়াতি সফরের রোমাঞ্চভরা কাহিনির সমষ্টি এবং বাংলাদেশে খ্রিস্টান পাদরিদের অপতৎপরতার বিবরণ। এরা হচ্ছে উইপোকার মতো, যাদের দমন না করলে উৎপাত করেই যাবে। পাঠককে ঈমানি চেতনায় উদ্বুদ্ধ করে তার পরবর্তী করণীয় নির্ধারণে তা (বইটি) সাহায্য করবে। সেই সাথে প্রামাণ্য তথ্যও তাতে (বইয়ে) পরিবেশন করা হয়েছে, যা তার (বইয়ের) গ্রহণযোগ্যতা বাড়িয়েছে।