ফ্ল্যাপের কিছু কথাঃ ফুল, পুষ্প, প্রসূন-যে নামেই ডাকি না কেন ফুলের মাহাত্ম্যের কোনো হেরফের হয় না। সৌরভে-সৌন্দর্যে ফুল শুধু মানুষকেই নয়, বিহঙ্গ, প্রজাপতি, মধুমাছি সকলকেই আকর্ষণ করে। আমাদের প্রকৃতি এত বর্ণময়-সৌরভময় তো ফুলের কারণেই। সর্বোপরি ফুল কবির প্রিয় উপমা যেমন, তেমনি প্রকৃতিবিদ ও নিসর্গ সন্দর্শকদের কাছে ফুলের মর্যাদা অনবদ্য। মোকারম হোসেন বিশিষ্ট এবং সফল লেখক। বলার অপেক্ষা রাখে না, প্রকৃতি না চিনলে, ফুল, তরুলতার সঙ্গে সম্পর্ক না থাকলে লেখকদের রচনায় অজ্ঞতার প্রকাশই বড় হয়ে ওঠে। এক্ষেত্রে প্রকৃতি সন্ধিৎসু লেখকদের তথ্যনির্ভর গ্রন্থ সব বিষয়ের লেখকদের জন্য পাঠ অনিবার্য। অসংখ্য প্রকৃতিবিষয়ক গ্রন্থের রচয়িতা মোকারম হোসেন এই গ্রন্থটি পড়ার নয়, দেখার। ছবি দেখে দেখে ফুল চেনার। শত ফুলের সচিত্র প্রামাণ্য এই অ্যালবামটি আমাদের জন্য একটি বড় প্রাপ্তিই বলব। বিশেষত ছয় ঋতুতে কত যে ফুল ফোটে, তা আমাদের অজ্ঞাত। এই গ্রন্থে বর্ণানুক্রমে সাজানো সে সব রঙবাহারি ফুলের চিত্রকথন। বইটি কবিদের জন্য যেমন জরুরি, প্রকৃতি ও পরিবেশ বিষয়ক গবেষক-শিক্ষার্থীদের জন্য তেমনি গাইড বইয়ের কাজ করবে। গ্রন্থে ব্যবহৃত সব ছবিই লেখক নিজে তুলেছেন। সঙ্গে আছে না, বৈজ্ঞানিক নাম আদিআবাস এবং বিস্তৃতিসহ সংক্ষিপ্ত বর্ণনা। অ্যালবামটি ফুলপ্রেমীদের কাছে গ্রহণীয় হবে বলেই আমাদের বিশ্বাস।