পলাশীর প্রান্তরে ইংরেজ বেনিয়া গোষ্ঠী ও তাদের এদেশীয় বেঈমান তাঁবেদার চক্রের হাতে নবাব সিরাজউদ্দৌলার বাহিনীর যে-পরাজয় ঘটে, তা শুধু দুটি যুধ্যমান দলের জয়-পরাজয় মাত্র নয়, বরং এর তাৎপর্য ছিল শতাব্দীপ্রসারী। সেদিন নবাব বাহিনীর পরাজয়ের মধ্য দিয়ে প্রকৃতপক্ষে এ দেশ ও উপমহাদেশের মুসলমানদেরই পতন ঘটে, যার কুপ্রভাব এখনও সক্রিয়। তবে পরাজয়ের ধাক্কা সামলে নিয়ে মুসলমানরা বিভিন্ন সময় বিভিন্নভাবে সংগঠিত হবার চেষ্টা করে। এসবই আজ ইতিহাসের অন্তর্গত। বাংলার মুসলিম সমাজ ও রাজনীতি সে-সব ইতিহাসেরই একটি নির্ভরযোগ্য গবেষণাগ্রন্থ। বইটিতে বাংলার সামাজিক-রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে মুসলমানদের বিভিন্নমুখী প্রতিক্রিয়া, সাম্প্রদায়িক রাজনীতির উদ্ভব, সাম্প্রদায়িকতাকে পুষ্ট করার জন্য ব্রিটিশ সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং এগুলোর প্রতিক্রিয়া, কংগ্রেস ও জাতীয়তাবাদী রাজনীতির ব্যর্থতা, মুসলমানদের রাজনীতি এবং প্রতিদ্বন্দ্বী দলসমূহের ক্রিয়া-প্রতিক্রিয়া, স্বল্পায়ু কৃষক প্রজা আন্দোলনের দুর্বলতায় মুসলিম লীগের উত্থান, রাজনীতির গতিধারায় বাংলার মুসলমান নেতৃত্ব ও জনসাধারণের সম্পৃক্ততা এবং সর্বোপরি বাংলার মুসলমানদের মধ্যে ভারতীয় জাতীয়তাবাদের বিপরীতে স্বতন্ত্র মুসলিম জাতীয় চেতনা শক্তিশালী হওয়ার সদূরপ্রসারী ঘটনাবলি মূল্যায়ন করা হয়েছে।
ড. মোহাম্মদ সেকান্দর চৌধুরী
মোহাম্মদ সেকান্দর চৌধুরী, ১৯৬১ সালে বেতাগীর (রাঙ্গুনিয়া, চট্টগ্রাম) সম্ভ্রান্ত গোলাম আলী চৌধুরীর বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে কৃতিত্বের সাথে বি.এ. অনার্স ডিগ্রি লাভ করেন এবং স্নাতকোত্তর পর্যায়ে ১ম শ্রেণীতে ১ম স্থান অধিকার করেন। তিনি ১৯৮৭ সাল থেকে একই বিভাগে শিক্ষক হিসেবে কর্মরত আছেন। গত ১লা আগস্ট ২০০৩ থেকে তিনি এ বিভাগের সভাপতির দায়িত্ব পালন করছেন। দেশে এবং বিদেশে স্বীকৃতিমানের জার্নালে তাঁর অনেক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল : 1. Muslim Community in Yugoslavia, 2. The Prophet of Islam (PBS) and Human Right ... (Hamdard Islamicus, Pakistan), 3. Muslim Women’s Education in Bengal and the Role of Muslim Friends Society, Dhaka. Pakistan Historical Society) To be Published. ৪. মুসলিম জাগরণে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভূমিকা (১৯৩০-১৯৪০), ৫. ব্রিটিশ ক্যাবিনেটে মিশন পরিকল্পনা : অবিভক্ত রূপে ভারতের স্বাধীনতা প্রাপ্তির শেষ প্রয়াস, ৬. খেলাফত আন্দোলনে ‘শান্তি উদযাপন’ কার্যক্রম ও বাংলার মুসলমান নেতৃত্ব, ৭. বাংলার মুসলিম আত্মপরিচয় ও শিক্ষা ক্ষেত্রে স্বাতন্ত্র্যবোধ : বিশ শতকের প্রায় দু’দশক, ৮. রাজা রামমোহন রায় ও বাংলার রাজনৈতিক সংগঠনের প্রাথমিক পর্যায়, ৯. মুসলিম স্বাতন্ত্র্যবোধ ও কবি কাজী নজরুল ইসলাম, ১০. বঙ্গীয় আইনসভা বিতর্ক : প্রজাস্বত্ব সংশোধনী বিল ও হিন্দু মুসলিম বিভাজন, ১১. বাংলা জাতীয়তাবাদী রাজনীতি ও ব্যারিস্টার আবদুর রসুল।