এ বইখানি বাংলায় স্বাধীন মুসলমান রাজ্যের প্রতিষ্ঠা থেকে আরম্ভ করে মুঘল যুগের অব্যবহিত পূর্বে শের শাহের অধিকার পর্যন্ত বাংলা দেশের একখানি সম্পূর্ণ ইতিহাস। অবশ্য এতে গণেশ ও হােসেন শাহ এবং আর কয়েকজন সুলতানের প্রসঙ্গ যেমন বিস্তৃতভাবে আলােচিত হয়েছে, অন্য রাজাদের বর্ণনা তার তুলনায় কিছু সংক্ষিপ্ত। কিন্তু সংক্ষিপ্ত হলেও অন্যান্য রাজগণের সম্বন্ধে সমস্ত জ্ঞাতব্য তথ্যই আলােচনা করা হয়েছে এবং প্রকৃত বিজ্ঞানসম্মত প্রণালীতে তাঁদের রাজত্বের ঘটনাগুলির বিচার করা হয়েছে। মােটের উপর রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাঙ্গালার ইতিহাস দ্বিতীয় ভাগ প্রকাশিত হবার পর বাংলা ভাষায় বাংলা দেশের মুসলমান যুগের প্রথম ভাগের এরূপ ধারাবাহিক ইতিহাস আর কেহ লেখেন নাই। ইংরেজীতেও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত বাংলার ইতিহাস দ্বিতীয় খণ্ড ব্যতীত এই যুগের আর কোন ধারাবাহিক ইতিহাস নাই।
গ্রন্থকার বাংলা দেশের মধ্যযুগের সাহিত্য ও ইতিহাস সম্বন্ধে তাঁর পূর্বপ্রকাশিত গ্রন্থের ন্যায় এই গ্রন্থেও গভীর পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন। বস্তুতঃ এই যুগের সম্বন্ধে জ্ঞান ও গবেষণায় তিনি যে লব্ধপ্রতিষ্ঠ এ সম্বন্ধে আজ আর কোন সন্দেহ নাই। আলােচ্য গ্রন্থে তিনি যে সকল নূতন তথ্যের সন্ধান দিয়েছেন এবং জটিল ঐতিহাসিক সমস্যাগুলি যেরূপ নিপুণভাবে ও যুক্তির সঙ্গে বিশ্লেষণ করেছেন তাতে মধ্যযুগের বাংলার ইতিহাসে তাঁকে একজন বিশেষজ্ঞ বলে অভিনন্দিত করতে কারও বিন্দুমাত্র কুণ্ঠা হবে না বলেই আমার দৃঢ় বিশ্বাস।
রাজা গণেশের সম্বন্ধে এমন সম্পূর্ণ ও যুক্তিমূলক বিবরণ আর কোন গ্রন্থে নাই । অবশ্য গণেশের সম্বন্ধে সকল সমস্যারই চূড়ান্ত মীমাংসা করবার মত প্রমাণ আমাদের হাতে নাই—সুতরাং কতগুলি ঘটনা সম্বন্ধে সন্দেহের অবকাশ থাকবেই।
সুখময় মুখোপাধ্যায়
সুখময় মুখােপাধ্যায়ের পিতৃভূমি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়; তাঁর নিজের জন্ম ও শিক্ষা-দীক্ষা কলকাতায়। ছাত্রজীবন শেষ করার পরে ১৯৫৩ খ্রীষ্টাব্দে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (শান্তি নিকেতন) বৃত্তিভােগী গবেষক হিসাবে যােগদান করেন। এবং ১৯৫৬ খ্রীষ্টাব্দে ঐ বিশ্ববিদ্যালয়েই অধ্যাপকের পদে উন্নীত হন; ১৯৯৬ খ্রীষ্টাব্দে তিনি চাকরী থেকে প্রফেসর হিসাবে অবসর গ্রহণ করেন। ইতিহাস ছাড়া সাহিত্য, সঙ্গীত, সংস্কৃতি, নাটক, চলচ্চিত্র, খেলাধুলা, রাজনীতি প্রভৃতি বিষয়েও তার আগ্রহ ছিল অপরিসীম। নানা বিষয়েই তিনি বই লিখেছেন, কয়েকটি উপন্যাস-গ্রন্থও রচনা করেছেন ।
লেখা এবং পড়া ছাড়া ভ্রমণও ছিল তার। জীবনের অপরিহার্য অঙ্গ। ভারতের অসংখ্য জায়গায় এবং ভারতের বাইরেও ৭৭টি দেশে (অধিকাংশই নিজ ব্যয়ে) তিনি ভ্রমণ করেছেন । অজানাকে জানার কোন সুযােগই তিনি ছাড়েন নি। দেশ-বিদেশের বহু উৎসবঅনুষ্ঠানে তিনি যােগদান করেছেন। এই বরেণ্য লেখক ২৯ অক্টোবর ২০০০ মৃত্যুবরণ করেন ।
Title :
বাংলার ইতিহাসের দুশো বছর : স্বাধীন সুলতানদের আমল (১৩৩৮-১৫৩৮)