দীর্ঘ গণসংগ্রামের ধারাবাহিকতায় বাঙালি পৌঁছেছিল একাত্তরের মুক্তিযুদ্ধে, প্রবল বাধা ও শত ষড়যন্ত্রজাল ছিন্ন করে অর্জন করেছিল বিজয়, প্রতিষ্ঠা পেয়েছিল স্বাধীন সার্বভেৌম বাংলাদেশ রাষ্ট্র। সুদীর্ঘ এই সংগ্রামে নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে চলতে হয়েছে পথ, যে-পথচলায় জাতিকে ঐক্যবদ্ধ, উজ্জীবীত ও সংহত করে স্বাধীনতা-যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর অনন্য নেতৃত্ব এবং জাতির বিশাল অর্জন জড়িয়ে আছে ওতপ্রোতভাবে, যে-অর্জনে নেতৃত্বের মহিমার সঙ্গে যুক্ত রয়েছে অগণিত মানুষের অবদান ও আত্মদান। দুর্ভাগ্যজনকভাবে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ভূমিকা এবং প্রধান ঘটনাসমূহ বিভ্রান্তি ও বিতর্কের জালে জড়িয়ে ফেলাতে তত্পর মানুষের অভাব কখনো হয়নি। আরো দুঃখজনকভাবে এই কাজে উদ্যোগী হয়েছিলেন মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা পালনকারী কতক ব্যক্তিত্ব। সত্যপ্রতিষ্ঠার নামে তাঁরা বিভ্রান্তি ছড়াবার যে কাজ করেছেন এর বিপরীতে সত্যনিষ্ঠ যুক্তিবাদী প্রয়াস গ্রহণ ছিল বিশেষ জরুরি। তথ্যানুসন্ধানী বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, বক্তব্য যাচাইয়ে যুক্তির মাপকাঠি প্রয়োগ, বিচার-বিশ্লেষণে সমগ্রতা নিয়ে শ্রমসাধ্য এই কাজ সম্পন্ন করেছেন মো. আবদুল জব্বার, যে-বই মুক্তিযুদ্ধের পক্ষে পালন করবে তাত্পর্যপূর্ণ ভূমিকা।
মোহাম্মদ আবদুল জব্বার
Title :
বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও প্রাসঙ্গিক বিতর্ক