গল্পসূচি * সর্বনাশের আশায় * কতকগুলো গায়েবি আওয়াজ * গ্রেট ইন্টেলিজান্স ফেইলর * মানুষ * কৃষক হত্যার সম্ভাব্য অথবা প্রাক-পুরাতন উপকথা * তিনকন্যা দান * নিরাপদ সন্ত্রাস * আসুন বাড়িটা লক্ষ করি * কোথাও না; কিন্তু সবখানে * চৈত্রের শেষ দিন * কারবার * কলসি ভরে না তবু * গোল্ডফিশ * নেইলকাটার * সেই সব অস্পষ্ট মৃত্যুর বিজ্ঞাপন * মৃত্যু উৎসব * গহনভিটা * এক রাতে নৌফেল * শুকনো পাতার ঘ্রাণ * হারকিউলিসের বউ * মহাশূন্যে সাইকেল * তাজমহল * জন্মে জন্মে যাত্রা * একজন জলদাসীর গল্প * ভ্রমর তুমি এসো * শূন্যপরান * স্বপ্ন ব্যাখ্যা প্রকল্প
স্বকৃত নোমান
স্বকৃত নােমান প্রতিশ্রুতিশীল ঔপন্যাসিক। জন্ম ১৯৮০ সালের ৮ নভেম্বর, ফেনীর পরশুরাম উপজেলার বিলােনিয়ায়। জ্ঞান অন্বেষণ ও শিল্পসৃষ্টিকে জীবনের প্রধান কাজ মনে করেন। স্বভাবে অন্তর্মুখী, আবেগপ্রবণ, যুক্তিবাদী ও বিজ্ঞানমনস্ক। রাজনটী উপন্যাসের জন্য এইচএসবিসি-কালি ও কলম কথাসাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। তার উপন্যাস বেগানা, হীরকডানা ও কালকেউটের সুখ পাঠকনন্দিত। বর্তমানে তিনি সাপ্তাহিক সংবাদ ম্যাগাজিন এই সময়-এর সহযােগী সম্পাদক হিসেবে ঢাকায় কর্মরত। স্ত্রী নাসরিন আক্তার নাজমা ও মেয়ে নিশাত আনজুম সাকিকে নিয়ে তার ব্যক্তিগত জীবন ।