বাংলা উপন্যাসের শুভ সূচনা গদ্য উদ্ভবের সমান্তরালে হলেও বাংলাদেশের উপন্যাস বলতে বিভাগোত্তর সময়কাল থেকে ধরা হয়। এই সূত্র ধরে বিভাগোত্তরকালের কথাসাহিত্যিক শওকত ওসমান থেকে স্বাধীনতার পরবর্তীকালের সেলিনা হোসেন পর্যন্ত কথাসাহিত্যিকদের প্রতিনিধিত্বশীল কিছু উপন্যাস বাছাই করে আলোচনা করা হয়েছে আলোচ্যগ্রন্থে।
প্রথম অধ্যায়ে উপন্যসের উৎস থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত নাতিদীর্ঘ আলোচনা করা হয়েছে। তৃতীয় অধ্যায়ে কতিপয় ঔপন্যাসিকের পরিচিতি সংযোজিত হলো। গ্রন্থটি বিশ^বিদ্যালয়ের ছাত্র-অধ্যাপকের পাঠ্যচাহিদা প্রশমনে সহায়ক হবে। বাংলাদেশের সাহিত্য প্রথম খণ্ড গ্রন্থে শুধু উপন্যাস আলোচিত হলো। দ্বিতীয় ও তৃতীয় খণ্ডে কবিতা, নাটক ও গল্প আলোচনা করা হবে।