জ্ঞানই শক্তি- এই প্রবাদটি যে-কোনো প্রতিষ্ঠানের চেয়ে ইন্টেলিজেন্স এজেন্সির ক্ষেত্রে বেশি কার্যকর।
১৯৬০-র দশকে ভারতের ইতিহাসে এমন দুটি ঘটনা ঘটে, যার ফলে জরুরি ভিত্তিতে ভারতের গোয়েন্দা ব্যবস্থাকে ঢেলে সাজানো জরুরি হয়ে পড়ে : ১৯৬২ সালে চীন ও ১৯৬৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ। উভয় যুদ্ধের তথ্য সংগ্রহের ব্যর্থতা ভারতকে কোণঠাসা করে ফেলে। ভারতীয় গোয়েন্দা ব্যবস্থাকে ঢেলে সাজানোর দায়িত্ব দেওয়া হয় রমেশ্বর নাথ কাও নামক এক চৌকস অফিসারকে। নিঃসন্দেহে তিনি ফিল্ম ও উপন্যাসের রোমান্টিক গুপ্তচরদের মতো নন ।
RAW-র প্রতিষ্ঠাতা-প্রধান কাও। কাওয়ের সাংসারিক ও গোয়েন্দা জীবন ছিল লোকচক্ষুর আড়ালে। বেশভূষায় সিনেমার নায়কের মতো না হলেও ভদ্র ও শান্তশিষ্ট কাও নিঃসন্দেহে বিশ্বের বুকে ভারতীয় ইন্টেলিজেন্সের নাম স্বর্ণাক্ষরে লেখেন। এই চমকপ্রদ বইটিতে দুই গ্রন্থকার আনুশা নন্দকুমার ও সন্দীপ সাকেত আধুনিক ভারতীয় গুপ্তচরবৃত্তির প্রথম দিককার ইতিহাস তুলে ধরেন এবং
বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সদ্যগঠিত RAW-র সার্বিক ভূমিকা
বর্ণনা করেন ৷
কাওয়ের একমাত্র লক্ষ্য ছিল, এমন এক ইন্টেলিজেন্স-সংগ্রাহী এজেন্সি প্রতিষ্ঠা করা, যা ভারতের নিরাপত্তা ও অখণ্ডতা নিশ্চিত করবে। আর অবশেষে কাওয়ের হাতে গড়া টিম 'Kaoboys'-র উপাখ্যান সর্বত্র ছড়িয়ে পড়ে। এই বইটিতে রয়েছে RAW-র সূচনা, Covert Operation, সাহসিকতা, প্রতিভা ও যুদ্ধ জয়ের চমৎকার উপাখ্যান ।
অনুশা নন্দকুমার
আত্মনির্ভরশীল নারী চলচ্চিত্র নির্মাতা আনুশা নন্দকুমার কলকাতার ‘সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট'-র ফিল্ম ডিরেকশন অ্যান্ড স্ক্রিনপ্লে রাইটিং বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। মারাঠিভাষী ইউটিউব চ্যানেল ‘ভারতীয় ডিজিটাল পার্টি -র অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রযোজক তিনি। MX Player-র Pand নামক কমেডি সিরিজের ডিরেক্টর ছিলেন আনুশা। ২০১০ সালে তার ডকুমেন্টারি ফিল্ম The Boxing Ladies 'ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড জয় লাভ করে এবং তার শর্টফিল্মগুলো বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।
সন্দীপ সাকেত
১০ বছরের বেশি সময় ধরে সন্দীপ সাকেত মুম্বাইয়ের ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। তিনি ‘সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট'-র ফিল্ম ডিরেকশন অ্যান্ড স্ক্রিনপ্লে রাইটিং বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। তার ফিল্মগুলো 'সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট'-র কারিকুলামে অন্তর্ভুক্ত করা হয় এবং বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়েছে। যেমন : সার্বিয়ার বেলগ্রেড, মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, টুলাইট আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ওসিয়ান'স সিনেফ্যান। তিনি হিন্দি ফিল্ম Saat Uchakke ও ওয়েব সিরিজ Dilliwood-র কাহিনি রচনা করেছেন। বিভিন্ন ওটিটি প্লাটফর্মের জন্য তিনি বেশকিছু ওয়েব সিরিজ নিয়ে কাজ করছেন।
Title :
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ও RAW (হার্ডকভার)