১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আগরতলা তথা ত্রিপুরাবাসীর প্রায় প্রতিটি ঘরেই আশ্রয় নিয়েছিল বাংলাদেশের ছিনড়বমূল মানুষ। শুধু এ রাজ্যেই শরণার্থী সংখ্যা ছিল প্রায় ১৫ লক্ষÑযা স্থানীয় মানুষের সমান। আমরা কতটা জানি পাকিস্তানি গোলার আঘাতে শত শত ত্রিপুরা, শরণার্থী প্রাণ দিয়েছিল তাদের অন্তর্দাহ, স্পন্দনের স্বর আমরা কতটা জানি! লেখক বাংলাদেশের সেই মুক্তিযুদ্ধের মৌখিক ভাষ্য, সংবাদপত্র, প্রবন্ধ- স্মৃতিকথা, দলিলপত্র সবকিছু মিলিয়ে এক অসাধারণ সংগ্রহ সংকলন করেছেন। গ্রন্থটিতে সংযোজিত হয়েছে বিরল নথিপত্র, দলিল, সংবাদপত্রের কাটিং, মানুষের ভাষ্য, সংগ্রামী সেইসব মানুষের দুঃখগাঁথা... মোটকথা একই গ্রন্থে উঠে এসেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগরতলা তথা ত্রিপুরার বিস্ময়কর সব দিন।
ড. সুকুমার বিশ্বাস
Title :
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আগরতলা ত্রিপুরা-দলিলপত্র (হার্ডকভার)