অধ্যাপক আবুল ফজল হক রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে এম এ ও পিএইচ ডি ডিগ্রি লাভ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩৩ বছর অধ্যাপনা করার পর অবসর গ্রহণ করেছেন। ডক্টর হক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন; একাডেমিক কাউন্সিল, সিনেট ও সিন্ডিকেট সদস্য এবং সে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ছিলেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য ছিলেন।
ডক্টর হক বাংলাদেশের সংবিধান ও রাজনীতি। সম্পর্কে দীর্ঘদিন যাবৎ গবেষণা করছেন এবং রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে এম ফিল ও পিএইচ ডি ছাত্রের গবেষণা কর্মের তত্ত্বাবধান করেন। নিজ বিষয়ে তার গবেষণা প্রবন্ধ কানাডা ও ভারতসহ দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের গবেষণামূলক পত্রিকা সামাজিক বিজ্ঞান জার্নাল-এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং রাষ্ট্রবিজ্ঞান সমিতি পত্রিকার (১৯৮৮) সম্পাদনার দায়িত্ব পালন করেন।
অধ্যাপক হক ডিগ্রি ও মাস্টার্স পর্যায়ের একাধিক গ্রন্থের প্রণেতা। তার অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে বাংলাদেশের শাসনব্যবস্থা ও রাজনীতি, আন্তর্জাতিক আইনের মূল দলিল, Bangladesh Politics: The Problem Of Stability ও বাংলাদেশ: রাজনৈতিক সংগতি।
Title :
বাংলাদেশের রাজনীতি সংঘাত ও পরিবর্তন(১৯৭১-১৯৯১)