আপাতদৃষ্টিতে বাংলাদেশের রাজনীতির গতিপ্রকৃতি' গ্রন্থটিকে সমকালীন রাজনীতির নিছক একটি ধারাভাষ্য মনে হতে পারে। এজন্য পাঠককে কাঠগড়ায় দাঁড় করানাের খুব একটা অবকাশ নেই। কারণ গ্রন্থভুক্ত প্রবন্ধ, নিবন্ধ বা কলাম যা-ই বলা হােক না কেন, এগুলাের শিরােনাম পাঠে এমনটি মনে হওয়া স্বাভাবিক। যেমন—বিএনপি কি আবার নরকগুলজার করবে?, একজন শেখ হাসিনা নয় স্বদেশ প্রত্যাবর্তন করেছিল বাংলাদেশ, রাজনীতির কবির এক অমর কবিতা, শুদ্ধ নির্বাচন কমিশন ও হালাল নির্বাচনের খোঁজে, খেলারামরা মাঠে নেমে পড়েছে, নিরন্তর অনন্ত আনন্দধারা, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ক্ষমতা আর কারাগারের দূরত্ব কয়েক হাত, একজন শেখ হাসিনা কোটি মানুষের স্বপ্ন, ফিরে দেখা উনসত্তরের গণআন্দোলন, ইতিহাসের বিস্ময় মুজিব, গণভবনে এক অনন্য সন্ধ্যা, অরক্ষিত উপাচার্যগণ ও ষড়যন্ত্রের প্রথম অঙ্ক প্রভৃতি। গ্রন্থের প্রথম রচনাটির শিরােনাম ‘বিএনপি কি আবার নরকগুলজার করবে?' তখন পাঠকের চোখের সামনে বিএনপির সাম্প্রতিক কর্মকাণ্ডগুলাের দৃশ্য ভেসে উঠবে। কিন্তু পাঠক যখন রচনার গভীরে নিবিষ্ট হবেন তখন তার মানসপটে এ দেশে সামরিক বাহিনীকে ব্যবহার করে কিংবা ছত্রছায়ায় গড়ে ওঠা একটি রাজনৈতিক দলের উত্থান-পতনের ইতিহাস সহজেই এড়িয়ে যেতে পারবেন না। মলাটবন্দি প্রতিটি লেখাতেই এ রকম বহুমাত্রিক মেসেজ পাবেন যেখানে নানা বর্ণ, গন্ধ ও স্বরূপের সন্ধানে কৌতূহলী করে তুলবে। কোনাে বিষয়ের প্রতি কাউকে আগ্রহী করে তােলাও মুক্তচিন্তার ক্ষেত্রে একটি ইতিবাচক বিবেচনা।
আমরা রাজনীতি এবং রাজনীতিবিদদের ব্যবসায়িক, প্রতিহিংসাপরায়ণ, ক্ষমতালিন্দু যেভাবেই মূল্যায়ন বা বিশ্লেষণ করি না কেন রাজনীতির মাধ্যমেই সমাজে বিপ্লব কিংবা পরিবর্তন সম্ভব। এজন্য সব রাজনৈতিক দলেরই একটি ভিশন বা নির্দিষ্ট গন্তব্য নির্ধারণ করা জরুরি। বাংলাদেশ রাষ্ট্রের ক্ষেত্রে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার প্রদান করাটাও সেক্ষেত্রে সমূহ প্রাসঙ্গিক। সংবিধানের আলােকেই দেশ পরিচালিত হওয়ার কথা। কিন্তু সেই পরিবেশ কি দেশে বর্তমান? মােটেও না। নানা মুনির নানা মতের এ দেশে বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় অন্যায় ও অসঙ্গতির দায়গুলাে। আলােচ্য গ্রন্থে এ রকম কিছু দায়মােচন কিংবা ইতিহাসের শিক্ষা যা-ই বলা হােক, তা গােচরীভূত করার আকাক্ষার প্রতিফলন ঘটানাের সযত্ন প্রয়াস পরিচালিত হয়েছে।
আমার বিশ্বাস, আমার দর্শন ও আমার বক্তব্যের সঙ্গে সবাই একমত হবেন এমনটি আশা করা বাতুলতামাত্র। তবে অচেতন বিবেককে একটু নাড়া দিতে দোষ কী!
আবদুল মান্নান
Born in Chittagong, Bangladesh, Professor Abdul Mannan completed his early education from the St. Placid's High School (Established in 1853), Chittagong, Government College of Commerce, Chittagong, and University of Dhaka, Bangladesh. Later he completed his graduate and post graduate studies from the University of Hawaii and the Miami University, Ohio, USA, under the East West Center, US Government Fellowship in 1978. Throughout his academic career he passed all his examinations with extraordinary distinction, always occupying the top position in his class. Later on he attended the Ohio State University and London School of Economics under a World Bank Fellowship and participated in courses relating International Business. He joined the Business School of the University of Chittagong as a Lecturer in 1973. Later he served as the Chairman of the Department of Management and Dean of the Business School in the same University. On November 6, 1996 he was appointed the Vice-chancellor of Chittagong University. He served in this position till February 13, 2001. He was elected as the Chairman of the Association of Universities of Bangladesh and the Standing Committee of the Vice-chancellors (1997-99). During this period Professor Mannan also served as the Executive Committee and Council Member of the Association of Commonwealth Universities, London.