ফ্ল্যাপের কিছু কথাঃ স্বাধীনতা অর্জনের পর থেকে বিগত ৩৬ বৎসরের অধিকাংশ সময় বাংলাদেশে রাজনৈতিক ও প্রশাসনিক, এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহ দুর্নতি, সন্ত্রাস, দুর্বৃত্তায়ন, নির্লজ্জ দলীয়করণ, অস্বচ্ছতা, কুশাসন, অসহিঞ্চুতা, গণতান্ত্রিক নর্মস বহির্ভূত সংঘাত ইত্যাদির কারণে প্রায় ধ্বংস হয়ে পড়েছিল। বিশেষ করে ২০০১-২০০৬ সাল পর্যন্ত ছিল বাংলাদেশের রাজনীতির জন্য এক ভয়াবহ দুঃসময় এবং কালো অধ্যায়। বলাবাহুল্য, তারই অবশ্যম্ভাবী পরিণতি হিসেবে ওয়ান ইলেভেনের জন্ম হয়েছে। ওয়ান ইলেভেন পরবর্তী পরিস্থিতি উল্লিখিত দুঃসময় উত্তরণের ক্ষেত্রে কতটুকু ফলপ্রসূ হতে পারে, দুঃসময় উত্তরণ প্রয়াসের সঙ্গে কী ধরনের সঙ্কট জড়িত, বর্তমান ত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা, তাদের কৌশলগত ভুলত্রুটিসমূহ, ব্যর্থতা ও সফলতার দিকচিহ্নসহ নানাধরনের টানাপোড়েন ও সঙ্কট নিয়ে এ পুস্তক রচিত। পুস্তকটি বাংলাদেশের রাজনীতি ও ইতিহাসের জন্য একটি দলিল হিসেবে বিবেচিত হতে পারে।