'বাংলাদেশের অর্থনীতির গতি-প্রকৃতি' শীর্ষক বইটি অর্থনীতি বিষয়ে লেখকের রচিত এবং সংবাদপত্রে প্রকাশিত বেশকিছু প্রবন্ধের সংকলন। অর্থনীতির তাত্ত্বিক বিষয়গুলোও লেখক সরকারি পদে কর্মকালের প্রায়োগিক অভিজ্ঞতা ও বাস্তব চিন্তাভাবনার আলোকে প্রাঞ্জল ভাষায় তুলে ধরেছেন। দেশের মানুষ দৈনন্দিন যেসকল অর্থনৈতিক পরিস্থিতির মুখোমুখি হন, সেগুলোই লেখক অর্থনৈতিক নীতি পদ্ধতির আলোকে বিশ্লেষণ করেছেন।
বিগত কয়েক বছর বৈশ্বিক অর্থনীতির টালমাটাল অবস্থা এবং আমাদের অভ্যন্তরীণ দুর্বলতা ও সমস্যার কারণে অর্থনৈতিক সূচক, যেমন- মূল্যস্ফীতি, ব্যবসা-বাণিজ্য, ব্যাংক খাতের খেলাপি ঋণ, অর্থ পাচার, কেন্দ্রীয় ব্যংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, সরকারি সম্পদ আহরণ, বাজেট প্রণয়ন ইত্যাদিতে পরিবর্তন তথা যে পরিস্থিতির উদ্ভব হয়েছে সেসব উপজীব্য করেই প্রবন্ধগুলো রচিত। এসব প্রবন্ধে সরকারি নীতি-নির্ধারক, উদোক্তা, ব্যবসায়ীসহ সচেতন পাঠকদের জন্য রয়েছে চিন্তার খোরাক ও সুপরামর্শ। বাংলাদেশের বিগত দেড়দশকের উন্নয়ন অভিযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ভাবনা ও দর্শন বাস্তবায়িত হয়েছে। একটি লেখায় তাঁর অবদান আলোচনা করা হয়েছে। সার্বিকভাবে বিবিধ বিষয় সম্বলিত রচনাগুলো পড়ে অর্থনীতির ছাত্র, শিক্ষক ও সাধারণ পাঠক উপকৃত হবেন।
মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া
Title :
বাংলাদেশের অর্থনীতির গতি-প্রকৃতি (হার্ডকভার)