স্বাধীন বাংলাদেশের বয়স চল্লিশের কাছাকাছি। এই চার দশক যে কোন একটি দেশের জন্য একেবারে কম সময় নয়। এই চার দশকে আমাদের প্রাপ্তি কী?
বাংলাদেশের নিরাপত্তা ধারণায় ব্যাপক পরিবর্তন এসেছে। সামরিক আগ্রাসন এখন আর কোনো দেশের নিরাপত্তার প্রতি তেমন হুমকিস্বরূপ নয়। বরং জলবায়ু পরিবর্তন, জ¦ালানি, খাদ্য, পানি এবং সেই সাথে মানবিক নিরাপত্তা একটি দেশের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ঠেলে দিতে পারে। এসবই হচ্ছে নিরাপত্তার অপ্রচলিত ধারণা। একসময় মানুষ এই অপ্রচলিত ধারণাকে বেশি গুরুত্ব দিত না। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এই অপ্রচলিত ধারণাসমূহ গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে নিরাপত্তার এই অপ্রচলিত ধারণাসমূহ যথেষ্ট গুরুত্বের দাবি রাখে। বিশেষ করে বৈশি^ক উষ্ণতা বৃদ্ধির প্রেক্ষাপটে বাংলাদেশের সমুদ্রের উচ্চতা বেড়ে যাওয়া ও সেই সাথে সমুদ্রের একটা অংশ সমুদ্রে হারিয়ে যাওয়া, গ্যাসের রিজার্ভ ফুরিয়ে যাওয়া, সীমান্তের অপরপার থেকে পানি প্রত্যাহার করে নেয়া ও সর্বোপরি দরিদ্রতা বৃদ্ধি পাওয়া বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিকে আরো জটিল করে তুরেছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই গ্রন্থটি রচনা করা হয়েছে। গ্রন্থটি নীতিনির্ধারক ও আন্তর্জাতিক সম্পর্ক তথা রাজনীতি বিজ্ঞানের ছাত্রদের চিন্তার খোরাক জোগাবে।
ড. তারেক শামসুর রেহমান
ড. তারেক শামসুর রেহমান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য। তিনি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও বিভাগের সাবেক চেয়ারম্যান। অধ্যাপক রেহমান গত দু'দশক ধরে আন্তর্জাতিক রাজনীতি, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও বৈদেশিক নীতি নিয়ে গবেষণা করছেন। এর ফলশ্রুতিতে তিনি এসব বিষয়ে বেশ ক'টি গ্রন্থও প্রকাশ করেছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পিএইচডি ডিগ্রির অধিকারী ড. রেহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন এবং জার্মানী থেকে আন্তর্জাতিক সম্পর্কে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তুলনামূলক রাজনীতি নিয়ে তার বেশ ক'টি গ্রন্থ রয়েছে। অধ্যাপনার পাশাপাশি ড. রেহমান নিয়মিত কলাম লেখেন। প্রায় প্রতিটি জাতীয় দৈনিকে তার কলাম নিয়মিত ছাপা হয়। তার উল্লেখযােগ্য গ্রন্থগুলাের মধ্যে রয়েছে, বিশ্ব রাজনীতির ১০০ বছর, ইরাক যুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক রাজনীতি, নয়া বিশ্বব্যবস্থা ও সমকালীন আন্তর্জাতিক রাজনীতি, বিশ্ব রাজনীতির চালচিত্র, উপআঞ্চলিক জোট, ট্রানজিট ইস্যু ও গ্যাস রফতানি প্রসঙ্গ, বাংলাদেশ: রাষ্ট্র ও রাজনীতি, বাংলাদেশ রাজনীতির চার দশক, আন্তর্জাতিক রাজনীতি কোষ, দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি, মধ্যপ্রাচ্যের রাজনীতি, সােভিয়েত-বাংলাদেশ সম্পর্ক ইত্যাদি। ড. রেহমান তার গবেষণার কাজে পৃথিবীর অনেক দেশ সফর করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের আইভিপি ফেললাে।