বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে এখনো অনেক কিছুই জানার বাকি। প্রকৃত ইতিহাস আমাদের সবাইকে জানা প্রয়োজন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ : কিশোর ইতিহাস সেই অভাব অনেকটা ঘুচিয়ে দেবে। বইটির লেখক মুক্তিযুদ্ধ হৃদয় দিয়ে আত্মস্থ করে তারপরই রচনায় হাত দিয়েছেন। যার ফলে বইটি হয়েছে সম্পূর্ণ তথ্যনির্ভর।
রফিকুর রশীদ
রফিকুর রশীদ জন্মগ্রহণ করেন ১৯৫৭ সালের ২৭ সেপ্টেম্বর, মেহেরপুরে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষে ১৯৮৩ সালে সিলেটের এক চা-বাগানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে শুরু হয় তার কর্মজীবন। মন টেকে না চা-বাগানে। অচিরেই যােগ দেন কলেজশিক্ষকতায় এবং ৩৩ বছর কাটিয়ে দেন ওই পেশাতেই।
সত্তর দশকের শেষভাগে পত্রপত্রিকায় গল্প লিখেই সাহিত্যজগতে তার আত্মপ্রকাশ। দেশের উল্লেখযােগ্য প্রায় সব কাগজে বিরামহীন লিখে চলেছেন গল্প আর গল্প, সঙ্গে উপন্যাসও। যাপিত জীবনের সামান্য ঘটনাও শৈল্পিক বর্ণনা এবং বুনুন-নৈপুন্যের কারণে তার গল্পে অসামান্য মর্যাদা লাভ করে। যেমন গল্পে, তেমনি উপন্যাসেও তিনি এই দেশ এই সমাজ এবং আমাদের মুক্তিযুদ্ধের নানামুখী প্রেক্ষিত তুলে এনেছেন শৈল্পিক বুনুনে।
মুক্তিযুদ্ধ তার সাহিত্য সাধনার প্রিয় প্রসঙ্গ বলেই মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বহু গল্পে নানা মাত্রিক চরিত্রে উপস্থাপিত হয়েছে এবং উপন্যাসেও এসেছে নায়কোচিত উচ্চতা নিয়ে। বঙ্গবন্ধুবিষয়ক বারটি বাছাই করা গল্প নিয়ে সাজানাে হয়েছে অসামান্য গল্পগ্রন্থ 'অহংকারের উসহ হতে'।
সাহিত্যচর্চার স্বীকৃতি হিসেবে রফিকুর রশীদ এরই মাঝে অর্জন করেছেন এম. নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, অধ্যাপক খালেদ শিশুসাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, অরণি সাহিত্য পুরস্কার, সিকান্দার আবু জাফর পুরস্কার ও পদক, কথাসাহিত্যকেন্দ্র সম্মাননা ও পদক, বগুড়া লেখকচক্র সম্মাননা, চন্দ্রাবতী একাডেমি সম্মাননা এবং কাজী কাদের নওয়াজ জন্মশতবর্ষ সম্মাননা প্রভৃতি উল্লেখযােগ্য স্বীকৃতি।
Title :
বাংলাদেশের মুক্তিযুদ্ধ: কিশোর ইতিহাস (হার্ডকভার)