দারু মিয়া বলে মুজিব তুমি গুণ-সিন্ধু।
তাইত বাঙ্গালী তোমায় ডাকে বঙ্গবন্ধু
ধন্য ধন্য বঙ্গবন্ধু তোমার জীবন।
বিলায়ে দিয়েছ প্রাণ দেশের কারণ
দেশের তরে জীবন নাহি কাঁদিল যাহার
এ ভব সংসারে বৃথা জনম তার
এক নদী রক্ত দিয়া স্বাধীনতা আনি।
দুই লক্ষ মা বোন হইল কলঙ্কিনী
কোটি ঘরবাড়ি পুইড়া করল ছাই।
বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা পাই
রাজধানীতে উড়ায় স্বাধীন বাংলার নিশান।
জয় বাংলা বলিয়া সবে গায় জয়গান
উনিশ’শ একাত্তর সনে ষোলোই ডিসেম্বরে।
স্বাধীন হইল বাংলা রাখিও স্মরণে
বঙ্গবাসী যত ছিল হইল এত খুশি।
হাত বাড়াইয়া পাইল যেন আসমানের শশী
গেল না রক্তের খেলা রক্তের মেলা
রক্তে খেলে ঢেউ।
ভালোমানুষ বাঁচতে দেয় না।
ভাবে না তা কেউ।
যেমন বঙ্গবন্ধু গুণ-সিন্ধু জাতির পিতা হইল।
ধানমন্ডিতে সপরিবার লইয়া জীবন দিল
মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠান
জন্ম: ৭ ফেব্রুয়ারী ১৯৩৯। নরসিংদী জেলার বেলাব উপজেলার বটেশ্বর গ্রাম। পিতা: মােহাম্মদ হানীফ পাঠান। মাতা: মেহেরুন্নেছা । স্ত্রী: সেলিনা বেগম। তিন কন্যা: ... পিতা মােহাম্মদ হানীফ পাঠান ছিলেন একাধারে প্রখ্যাত লােকসাহিত্য সংগ্রাহক, গবেষক, প্রত্নতত্ত্ববিদ, মূল্যবান প্রাচীন নিদর্শন সংগ্রাহক, শিক্ষাবিদ, গণিতবিদ, ভাষাসৈনিক, বৃটিশ ও জমিদার বিরােধী আন্দোলনকারী, সুবক্তা ও একজন সফল কৃষক। পিতার প্রায় সব গুণই সুযােগ্য পুত্র হাবিবুল্লা পাঠান এর মধ্যেও বিরাজমান। বিশেষত লােকসাহিত্য ও প্রত্নতত্ত্বে পিতাকেও যেন ছাড়িয়ে গেছেন পুত্র। তার অক্লান্ত ও বিরামহীন প্রচেষ্টায়। ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক দিক থেকে ওয়ারী ও বটেশ্বর গ্রাম দুটি আজ সারা বাংলাদেশে, এমনকি সারা বিশ্বে পরিচিত। ওয়ারী-বটেশ্বর আজ ইতিহাসেরই অংশ। এখানে পাওয়া গেছে সাড়ে তিন হাজার বছরের প্রাচীন...বসতি পাওয়া গেছে মূল্যবান নকশি পাথরের গুটিকা। এসবই তাঁর গবেষণালব্ধ কর্ম। সম্পূর্ণ নিজ খরচে বটেশ্বর গ্রামে নিজবাড়িতে গড়ে তুলেছে, বটেশ্বর জাদুঘর’ বা প্রত্বসংগ্রহশালা। লােক সাহিত্যের নানা উপাদান ও উপকরণ সংগ্রহে হাবিবুল্লাহ পাঠানের রয়েছে অসাধারণ সাফল্য। একটি বইয়ের তথ্য ও উপাদান সংগ্রহ করেছেন একটানা ৩৫ বছর। বেরিয়েছে ৩টি খণ্ডে লােককাহিনী। বিবিসি, রয়টার্স, সিএনএন আকাশবাণীসহ বাংলাদেশের সব সরকারী-বেসরকারী বেতারটেলিভিশন ও সংবাদপত্রে তাঁর জীবন ও কর্মবিষয়ক বহু সাক্ষাৎকার ও ফিচার প্রতিবেদন প্রচারিত হয়েছে। হাবিবুল্লা পাঠানের প্রকাশিত গ্রন্থসমূহ: নরসিংদীর কবি সাহিত্যিক (১৯৮৬), নরসিংদীর লৌকিক খেলাধুলা (১৯৮৮) বাংলা একাডেমী প্রকাশিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন ওয়ারী বটেশ্বর (১৯৮৯), বাংলাদেশের লােককাহিনী (১ম খণ্ড নরসিংদী- ১৯৯৬) , বাংলাদেশের লােককাহিনী (২য় খও নেত্রকোনা- ১৯৯৭), বাংলাদেশের লােককাহিনী (৩য় খণ্ড বি. বাড়িয়া- ১৯৯৮), নরসিংদী গাজীপুরের লােকঐতিহ্য : বিবাহ ও মেয়েলী ছড়াগীত (২০০০)
Title :
বাংলাদেশের লোকসাহিত্যে বঙ্গবন্ধু শেখ মুজিব ও মুক্তিযুদ্ধ (হার্ডকভার)