হাজার বছরের লোকজীবনের প্রবহমান সংস্কৃতি বহন করছে বাংলা কবিতা। তন্মধ্যে পঞ্চাশ ও ষাটের দশক এক অন্যরকম ফসলি উজ্জ্বলতায় আলোকিত। লোকসংস্কৃতির বৈশিষ্ট্য নিয়ে কবিতায় আসা হরেক বিকশিত পংক্তির ভাবনাগুলো উঠে এসেছে গ্রন্থটিতে। লোকসংস্কৃতিকে নিয়ে গবেষণার জন্য বইটিতে রয়েছে অত্যন্ত প্রয়োজনীয় সব উপাদান।