বিষয়-ক্রমবিন্যাস* এ.এম. হারুন অর রশীদ॥ স্থান-কালের সীমানা ছাড়িয়ে বাস্তবতার গভীরতর স্তর আছে কি? * সনত্কুমার সাহা॥ প্রফেসর সালাহ্উদ্দীন আহ্মদ : আলোর নির্মাল্যে * সৈয়দ মনজুরুল ইসলাম॥ দর্শনের মানুষ, সক্রিয়তার মানুষ:চিন্তাবিদ সরদার ফজলুল করিম * বেগম আকতার কামাল ॥ জীবনানন্দ : দৃশ্যের আলোকপাত * মুত্তালিব বিশ্বাস॥ নন্দনতত্ত্ব : বোধ বাধা ও বোধি * ড. সারওয়ার আলী॥ সুফিয়া কামাল — জীবন থেকে পাঠ * তারেক রেজা॥ আহসান হাবীবের কবিতার গঠনবৈশিষ্ট্য * হিমেল বরকত॥ বাংলাদেশের কবিতায় ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া * মোস্তাক আহমাদ দীন॥ ঐকতান-এর পঞ্চাশ বছর : পুনঃপাঠ ও প্রতিক্রিয়া * চন্দন আনোয়ার॥ হাসান আজিজুল হকের গল্পে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধোত্তর বাস্তবতা * গোলাম ফারুক খান॥ জালাল উদ্দীন খাঁ : তাঁর “মহাসত্যের দেশ” * কামালউদ্দিন কবির॥ বাংলার গীতরঙ্গ : স্মরণ ও বিস্মরণের চালচিত্র * সরোজ মোস্তফা॥ জিল্লুর রহমান সিদ্দিকীর কবিতা
সন্জীদা খাতুন
সনজীদা খাতুনের জন্ম ১৯৩৩-এর ৪ এপ্রিল। তার মা সাজেদা খাতুন। বাবা জাতীয় অধ্যাপক কাজী মােতাহার হােসেন। বাঙালি সংস্কৃতির প্রগতিশীল বিকাশে আত্মনিবেদিত সন্জীদা খাতুন আমাদের সাংস্কৃতিক জগতে এক অনন্য মানুষ। ভাষা আন্দোলন, সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলন, শত বাধার মুখে রবীন্দ্র-শতবর্ষ উদযাপন, বটমূলে বর্ষবরণ ইত্যাদির মধ্য দিয়ে বাঙালির সাংস্কৃতিক জীবনকে ঋদ্ধ করে বাঙালিত্বের দৃঢ় ভিত্তিস্থাপনে তার অবদান অবিস্মরণীয়। মুক্তিযুদ্ধ এবং যুদ্ধোত্তর বাংলাদেশ গঠনেও আমরা তাঁকে দেখেছি অগ্রণী সাংস্কৃতিক নেত্রীর ভূমিকায়। তার ঐকান্তিক সহযােগিতায় গড়ে উঠেছে ‘ছায়ানট ও ‘জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের মতাে সংগঠন। এ-ছাড়া ব্রতচারী আন্দোলন আর কাজী মােতাহার হােসেন ফাউণ্ডেশন'-ও তার কর্মকুশলতায় সমুজ্জ্বল। শিশু-শিক্ষার উদ্ভাবনী কর্মতৎপরতায় যুক্ত হয়ে গড়ে। তুলেছেন ‘নালন্দা বিদ্যালয়। সন্জীদা খাতুনের শিক্ষা কামরুননেসা স্কুল, ইডেন কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শান্তিনিকেতনের বিশ্বভারতীতে। অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। নিয়মানুবর্তী, সুশৃঙ্খল, সৃজনী ও সাংগঠনিক ক্ষমতার বিরল কুশলতায় সমুজ্জ্বল ৮৪ বছর বয়সী সনজীদা খাতুন। এশিয়াটিক সােসাইটির অনারারী ফেলাে সন্জীদা রবীন্দ্রচর্চা ও বাঙালি সংস্কৃতির প্রসারে অবদানের জন্য পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, রবীন্দ্র-পুরস্কার, একুশে পদক এবং বাংলা অকাডেমি (পশ্চিমবঙ্গ রাজ্য সরকার) প্রদেয় রবীন্দ্র-পুরস্কার, বিশ্বভারতী প্রদত্ত ‘দেশিকোত্তম' ইত্যাদি।
Title :
বাংলাদেশের হৃদয় হতে- অষ্টম বর্ষ প্রথম সংখ্যা