সাম্প্রতিক চলচ্চিত্র-ভাবনায় ডিজিটাল চলচ্চিত্র প্রসঙ্গটি এক গুরুত্বপূর্ণ মাত্রা যুক্ত করেছে নিঃসন্দেহে। সেই পরিপ্রেক্ষিতে বর্তমান গ্রন্থ রচনার প্রয়াস। এই গ্রন্থে বাংলাদেশের ডিজিটাল চলচ্চিত্রের সম্ভাবনা, প্রবণতা ও সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে। ডিজিটাল চলচ্চিত্রের ধারণাটি তাত্ত্বিকভাবে ব্যাখ্যার প্রয়াসও রয়েছে। বাংলাদেশের ডিজিটাল চলচ্চিত্র নিয়ে নির্মাতা ও চলচ্চিত্র সংসদ কর্মীরা কে কী ভাবছেন, তাও এই গ্রন্থে উঠে এসেছে। নির্বাচিত দুটি ডিজিটাল চলচ্চিত্রের সমালোচনা বাংলাদেশের বর্তমান ডিজিটাল চলচ্চিত্রের হাল সম্পর্কেও ধারণা দেবে।
ফাহমিদুল হক
ফাহমিদুল হক (১৯৭১)। জন্ম রাজশাহীতে। চলচ্চিত্র ও গণমাধ্যম বিষয়ক লেখক, গবেষক এবং ছোটগল্পকার। চলচ্চিত্র সংক্রান্ত গবেষণা ও বিশ্লেষণ লেখকের কর্মপরিধির বিরাট অংশ জুড়ে রয়েছে। চলচ্চিত্র বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের পাশাপাশি চলচ্চিত্র নিয়ে কয়েকটি গ্রন্থ প্রণয়ন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগ প্রতিষ্ঠায় বিশেষ অবদান রেখেছেন। যোগাযোগ ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা যোগাযোগ-এর সম্পাদক তিনি।