বীরশ্রেষ্ঠগণ প্রত্যেকেই আমাদের জাতির শ্রেষ্ঠতম সন্তান; আমাদের পৌরষ আর অহমের প্রতীক!
সেই বীরশ্রেষ্ঠদের বীরত্বগাথা পড়তে গিয়ে আমরা রোমাঞ্চিত হব, শিউরে উঠব; তাদের সুমহান ত্যাগের কথা পড়তে গিয়ে আবেগে উদ্বেল হব— এটাই স্বাভাবিক।
লেখক ‘বাংলাদেশের বীরগাথা’ বইটিতে সেই কাজটিই করেছেন। প্রতিটি গল্প পড়তে গিয়ে পাঠক রোমাঞ্চিত হবেন, আবেগাপ্লুত হবেন, আর পড়া শেষে একজন বাংলাদেশি হিসেবে অতুলনীয় এক গৌরববোধে আচ্ছন্ন হবেন।
মেজর মোঃ দেলোয়ার হোসেন
মেজর মাে. দেলােয়ার হােসেন।
এসপিপি, পিএসসি জন্ম ২৯ নভেম্বর ১৯৭৯, ঢাকা । ২০০০ সালে সেনাবাহিনীতে যােগ দেন। ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের গ্র্যাজুয়েট আধুনিক দৃষ্টিকোণে সানজুর দ্য আর্ট অব ওয়ার বইয়ের জন্য ‘সেনাপারদর্শিতা’ পদক পান। হিস্ট্রিক্যাল ফিকশন লেখেন নিয়মিত লেখালেখি করেন বিভিন্ন সামরিক জার্নালে। তাঁর রচিত ও সম্পাদিত উল্লেখযােগ্য গ্রন্থ : বাংলাদেশের বীরগাথা, মহাবীর খালিদ বিন ওয়ালিদ-এর ইয়ারমুল্ক যুদ্ধ, দ্য বেস্ট ওয়ার স্টোরিজ ।