ফ্ল্যাপের কিছু কথাঃ আয়কর আইনের মত প্রয়োজনীয় একটি বিষয়কে বাংলাদেশের সকল শ্রেণীর নাগরিকের বোধগম্যপযোগী করে তুলে ধরার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এক্ষেত্রে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর একটি প্রামাণ্য বাংলা পাঠ থাকা প্রয়োজন। কিন্তু তা না থাকায় অনেকের পক্ষেই আয়কর আইন সম্পর্কে জানার সুযোগ হয়ে ওঠে না। ফলে আমাদের ব্যাপক জনগোষ্ঠী আয়কর আইন সম্পর্কে অনেকটা অজ্ঞই থেকে যান। অথচ আত্মনির্ভরশীল জ্ঞাতি হিসেবে পরিচিতি পেতে হলে কর সচেতন নাগরিক আমাদের অবশ্যই প্রয়োজন।
বাংলাদেশের আয়কর আইন সকল শ্রেণীর পাঠকের উপযোগী করে লেখা একটি গ্রন্থ। বিশেষত ছাত্র-শিক্ষক, পেশাজীবী, চাকরিজীবীসহ আয়করের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং করদাতাগণ এর মাধ্যমে উপকৃত হবেন। গ্রন্থটিতে বিভিন্ন বিষয় উপস্থাপনার ক্ষেত্রে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর প্রাসঙ্গিক সকল বিধি-বিধান যথাযথভাবে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, প্রয়োজনীয় আলোচনা-পর্যালোচনার পাশাপাশি বিষয়ের সাথে প্রাসঙ্গিক সকল বিধি এবং প্রয়োজনীয় Case Reference ও যথাস্থানে বিধৃত হয়েছে। বইটির পরিশিষ্টে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আয়কর বিষয়ক সিদ্ধান্তাবলি তুলে ধরা হয়েছে। এসবের মাধ্যমে আয়কর আইনের তাত্ত্বিক ও প্রায়োগিক প্রতিটি বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করা যাবে।
সূচিপত্র * বাংলাদেশের আয়কর আইন : ঐতিহাসিক পটভূমি * আয়কর প্রশাসনের রূপরেখা * আয়কর কর্তৃপক্ষের ক্ষমতাবলী * সংজ্ঞা * আপিল, ট্রাইব্যুনাল ও রেফারেন্স * আয়কর আরোপ * মোট আয় : সংজ্ঞা, পরিধি ও পরিগণনা * করদাতার শ্রেণী বিভাগ ও আবাসিক মর্যাদা * আয়ের খাতসমূহ * বেতন খাতে আয় * সিকিউরিটির সুদ থেকে আয় * গৃহসম্পত্তি খাতে আয় * কৃষি খাতে আয় * ব্যবসায় বা পেশা খাতে আয় * অবচয় ভাতা * মূলধনি লাভ * অন্যান্য উৎস খাতে আয় * লোকসান পূরণ ও লোকসানের জের টানা * হিসাবরক্ষণ পদ্ধতি * কর অব্যাহতি ও ভাতাদি * কর নির্ধারণের পূর্বে কর পরিশোধ * আয়কর রিটার্ন ও বিবরণী * কর নির্ধারণ * একক ব্যাক্তি কর নির্ধারণ * ফার্মের কর নির্ধারণ * কোম্পানির কর নির্ধারণ * বিশেষ ক্ষেত্রসমূহে দায়-দায়িত্ব * কর এড়ানো রোধে বিধানবলী * জরিমানা ধার্যকরণ * কর আদায় * দ্বৈতকর পরিহার * কর প্রত্যর্পণ * তথ্যের সংরক্ষণ * অপরাধ ও বিচার * বিবিধ * বিধি ও রহিত করণ * আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর তফসিলসমূহ