দ্য বাংলাদেশ মিলিটারি ক্যু অ্যান্ড দি সিআইএ লিঙ্ক’ আমেরিকান সাংবাদিক বি জেড খসরুর গবেষণালব্ধ বিখ্যাত বই। অনবদ্য ইংরেজিতে লেখা বইটি প্রকাশিত হয় দিল্লির রূপা পাবলিকেশন থেকে বেশ আগে। বাংলাদেশের প্রথম সামরিক অভ্যুত্থানকে ঘিরে, পূর্বাপর ঘটনাপঞ্জি বিশ্লেষণ করে, গোপন-প্রকাশ্য সকল তথ্যপ্রমাণ যাচাই-বাছাই করে। ঘটনার কুশীলবদের সঙ্গে সরাসরি কথোপকথনের মাধ্যমে সত্য অনুসন্ধান করে। তথ্যের সমাহারে সত্যিই এ এক গুরুত্বপূর্ণ বই।
বাংলা ভাষাভাষী পাঠকের কাছে এর তথ্যভাণ্ডার তুলে ধরার তাগিদে আমি এর অনুবাদের ইচ্ছা পোষণ করি। এ নিয়ে লেখক বি জেড খসরুর সঙ্গে আমার যোগাযোগ হলে তিনি সানন্দে সায় দেন। তিনি বইটি অনুবাদ করে ঢাকা থেকে প্রকাশের অনুমতিও দেন। এরপর দি ইউনিভার্সেল একাডেমি আমার অনূদিত বইটি প্রকাশ করে ২০২১ সালের বইমেলায়। বইটি যথেষ্ট পাঠকপ্রিয়তা পায়। প্রকাশনা প্রতিষ্ঠানটির মালিক শিহাব উদ্দিন ভুইয়া শর্ত ভঙ্গ করে অনেকগুলো মুদ্রণ প্রকাশ করেন। অবশেষে তিনি কঠিন রোগে আক্রান্ত হলে তার প্রকাশনাটি বেহাল দশায় পড়ে।
বইটির কাটতি দেখে বাংলাবাজারের এক প্রকাশক হুবহু এর নকল করে ভুয়া এক অনুবাদকের নামে প্রকাশ করে বেশ ব্যবসাও করে। অনেক পরে তা জানতে পেরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তার সকল বই বাজার থেকে তুলে নেওয়া হয়।
এই প্রেক্ষাপটে বাংলাপ্রকাশ বইটির বর্তমান সংস্করণ প্রকাশে আগ্রহ প্রকাশ করে। বাংলাপ্রকাশ অপেক্ষাকৃত কম সময়ে যত্ন নিয়ে এবারের বইমেলায় বইটি নতুনভাবে নিয়ে এসেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি-বইটি আমাদের ইতিহাসসন্ধিৎসু পাঠক সমাজকে আকৃষ্ট করতে সক্ষম হবে। আর এর মাধ্যমে আমাদের ঐ টালমাটাল সময়ের অনেক অজানারে জানা যাবে। অনেক অজানা সত্য উন্মোচিত হবে।