“বাংলাদেশে গণতন্ত্র (১৯৯১ থেকে ২০০৬)" বইটি সর্ম্পকে কিছু তথ্যঃ বইটি বাংলাদেশের রাজনীতির উপর ইংরেজিতে লেখকের রচিত ৬ষ্ঠ বই Bangladesh: A study of the Democratic regimes এর বঙ্গানুবাদ। বইটিতে ১৯৯১ সাল থেকে ২০০৬ সাল আবধি সংবিধান সংশোধন ও আইন সংস্কারের প্রসঙ্গসহ বিভিন্ন গুরুপ্তপূর্ন বিষয় আলোচিত হয়েছে যেগুলি বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। ওই ঐতিহাসিক প্রক্রিয়াকে জানতে ও বুঝতে সাহায্য করার জন্য লেখক এখানে অত্যন্ত গভীর ও নির্ভুলভাবে রাজনৈতিক, অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ ও প্রশাসনের রাজনীতিকরণের বিষয়গুলো বিশেষভাবে তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন, বেশ কিছু পরিবর্তন যেমন উপকারী তেমনি কিছু অত্যন্ত বিতর্কিত যা এ দেশের রাজনৈতিক সংস্কৃতির উন্নতির লক্ষে পুনর্বিচার করা প্রয়োজন। এ বইয়ের অপর উল্লেখযোগ্য ও তথ্যবহুল অংশটি হচ্ছে বিচারব্যবস্থায় বিভিন্ন পরিবর্তন ও রাজনীতিকরণের প্রসঙ্গটি যার উপর দেশের গনতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ভালো-মন্দ গভীরভাবে নির্ভরশীল। আর লেখক স্বয়ং এ বিষয়ে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠভাবে জড়িত।বইয়ে আলোচিত সমসাময়িক প্রসঙ্গ, যেমন রাজনৈতিক দলের চরিত্র, একই সঙ্গে ভাবনা উদ্রেককারী এবং তা আলোচ্য সময়ের রাজনীতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেছে। তিনি রাজনৈতিক দলগুলোর স্বভাব, বিচারবহির্ভূত হত্যাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ইনডেমনিটি বিষয় সম্পর্কেও যথেষ্ট তথ্য হাজির করেছেন।সরকার অথবা বিরোধীদলে থাকা অবস্থায়, সবসময়, মওদুদ আহমদ একজন সমালোচনামূলক রাজনৈতিক বিশ্লেষক। তিনি এই বইতে গত ২০ বছরের রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে গবেষণাসম্বলিত বর্ণনা উপস্থাপন করেছেন। আর তিনি যে বিষয়গুলো তুলে এনেছেন, সেখানে কোনো কিছুই তাঁর নজর এড়িয়ে যায়নি।
মওদুদ আহমদ
Title :
বাংলাদেশে গণতন্ত্র (১৯৯১ থেকে ২০০৬) (হার্ডকভার)