বাংলাদেশ উন্নয়ন বিতর্ক নীতি সংলাপের আলোকে বর্তমান গ্রন্থটি বিগত কয়েক বৎসর যাবত সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বেশ কিছু সংলাপের উপর ভিত্তি করে প্রস্তুতকৃত সংলাপ প্রতিবেদনসমূহের সংকলিত রূপ। সিপিডি’র সংলাপ প্রক্রিয়াকে আরো ব্যাপকতর এবং সংলাপের ফলাফলকে আরো বিস্তৃত করার লক্ষ্যে এ সংকলনটি প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। সিপিডি’র সংলাপসমূহে অংশগ্রহণকারী সরকারি র বিরোধী রাজনৈতিক দলসমূহের নেতৃবৃন্দ, শ্রমিক র পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, উন্নয়ন অংশীদার, বিশেষজ্ঞমন্ডলী, তৃণমূল পর্যায়ের উন্নয়ন কর্মীসহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠীর প্রতিনিধিদের মধ্যে তত্ত্ব, তথ্য, দৃষ্টিভঙ্গি র অভিজ্ঞতার যে ব্যাপক বিনিময় হয়ে থাকে তা এই সংকলনে প্রতিফলিত হয়েছে। সংলাপ সংকলনের ১ম খণ্ড যে প্রতিবেদনসমূহ উপস্থাপন করা হয়েছে সেগুলি মোট তিনটি অধ্যায়ে বিন্যস্ত। প্রথম অধ্যায়ের প্রতিপাদ্য বিষয় জ্বালানী, বিদ্যুৎ র যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। এ অধ্যায়ে মূলত নিম্নোক্ত বিষয়সমূহ আলোচিত হয়েছে : (ক) বাংলাদেশের জ্বালানী র খনিজ সম্পদের যথাযথ ব্যবহার; (খ) বাংলাদেশে বিরাজমান বিদ্যুৎ পরিস্থিতি, এবং বিদ্যুৎখাতের সমস্যাসমূহ উত্তরণের জন্য প্রয়োজনীয় নীতি-সংস্কার র (গ) ট্রান্স-এশিয়ান রেলরয়ে নেটরয়ার্ক এবং এশিয়ায় সমন্বিত স্থল পরিবহন ব্যবস্থায় বাংলাদেশের ভূমিকা। দ্বিতীয় অধ্যায়ের প্রতিপাদ্য বিষয় বিশ্ব বাণিজ্য, আঞ্চলিক সহযোগিতা র বাংলাদেশ। এ অধ্যায়ে নিম্নোক্ত বিষয়গুলোর উপর সংলাপ প্রতিবেদনসমূহ তুলে ধরা হয়েছে : (ক) আঞ্চলিক বাণিজ্য ব্যাংকে ক্ষুদ্র র বৃহৎ সদস্য দেশসমূহের ভূমিকা; (খ) বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের সম্মেলনের এজেন্ডা র (গ) বাংলাদেশের সঙ্গে সার্কভূক্ত, দক্ষিণ-পর্ব এশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশ সমূহের উন্নয়ন সম্পর্ক। তৃতীয় অধ্যায়ের প্রতিপাদ্য বিষয় বাংলাদেশের উন্নয়ন-সম্পর্কিত কতিপয় প্রাসঙ্গিক ইস্যু। এ অধ্যায়ে নিম্নলিখিত বিষয়ের উপর সংলাপ প্রতিবেদনসমূহ স্থান পেয়েছে: (ক) বাংলাদেশের বৈদেশিক সাহায্য; (খ) বাংলাদেশে বিনিয়োগ কর্মকা- ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় নীতিসংস্কার র (গ) চিংড়ি চাষ র টেচকসই উন্নয়ন। আশা করা যায়, পাঠকবৃন্দ সিপিডি’র প্রতিবেদনসমূহ এবং সংলাপের প্রারম্ভিক উপস্থাপনা হিসাবে প্রস্তুতকৃত গবেষণামূলক প্রতিবেদনগুলো থেকে উপকৃত হবেন এবং গবেষক, উন্নয়ন কর্মী, শিক্ষার্থীসহ আগ্রহী পাঠকের কাছে সংকলনগ্রন্থে উপস্থাপিত বিবিধ আলোচনার সার-সংক্ষেপ তথ্য এবং বিশ্লেষণসমূহ ব্যাপকভাবে সমাদৃত হবে।
প্রফেসর রেহমান সোবহান
রেহমান সোবহান প্রফেসর রেহমান সোবহান তাঁর কর্মজীবন। শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ' বিভাগের শিক্ষক হিসেবে। বাংলাদেশের। প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন। ' তিনি। এ ছাড়া বিভিন্ন সময় বাংলাদেশ। উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস)। মহাপরিচালক, জাতিসংঘ উন্নয়ন পরিকল্পনা
কমিটির সদস্য ইত্যাদি পদে অধিষ্ঠিত
ছিলেন। অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি। সাহাবুদ্দীন আহমদের উপদেষ্টা পরিষদে। তিনি ছিলেন। বর্তমানে তিনি সেন্টার ফর।
পলিসি ডায়ালগের চেয়ারম্যান। তার উল্লেখযােগ্য গ্রন্থ Rethinking the Role of the State in development, Public
Allocative Strategies Rural Development and Poverty Alleviation: A global Perspective, Debt Default to the Development Finance institutions, From Aidependence to Self-reliance,Agrarian Reform and Social Transformation, Planning & Public Action for Asian Women 4* From Two Economies To Two Nations: My Journey To Bangladesh.
দেবপ্রিয় ভট্টাচার্য
আনিসাতুল ফাতেমা ইউসুফ
অধ্যাপক মোস্তাফিজুর রহমান
Title :
বাংলাদেশ উন্নয়ন বিতর্ক : নীতি সংলাপের আলোকে