আবদুল গাফফার চৌধুরী ষাটের দশকের এ খ্যাতিমান কথাশিল্পী ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর বরিশালের উলানিয়ায় জনুগ্রহণ করেন। অমর একুশের অবিনাশী গান- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানাে একুশে ফেব্রুয়ারি, আমি কী ভুলিতে পারি..'-এর স্রষ্টা ও কলামিস্ট হিসেবেও বাংলাদেশ, বাংলাদেশের বাইরে অর্জন করেছেন বিশেষ খ্যাতি ।। অসাধারণ স্মৃতিধর মানুষ আবদু গাফ্ফার | চৌধুরী দীর্ঘদিন বৃটেনে বসবাস করলেও। বাংলাদেশের হৃদপিণ্ডে সবসময় কান পেতে থাকেন। মুক্তিযুদ্ধের অন্যতম সাহসী মানুষ আবদুল গাফফার চৌধুরী প্রায় ২৫ টি বইয়ের জনক। ‘ধানমন্ডি থেকে পলাশী'-নামে একটি। ঐতিহাসিক সিনেমাও নির্মাণ করেছেন ।